Moto G14, Poco M6 Pro Sale: Moto G14-এর সেল চলছে, বিক্রি শুরু Poco M6 Pro 5G-এরও, 10,000-এর মধ্যে 2 ফোন কিনবেন কোথা থেকে?

Updated on 09-Aug-2023
HIGHLIGHTS

Poco M6 Pro 5G ফোনটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকে

Moto G14 ফোনটিও গতকাল থেকেই কেনা যাচ্ছে দেশে

দুটো ফোনের দামই এক, দুটোই কেনা যাবে এক জায়গা থেকে

Motorola -এর তরফে দেশে সদ্যই লঞ্চ করা হয়েছে Moto G14 ফোনটি। অন্যদিকে হালে দেশের বাজারে এন্ট্রি নিয়েছে Poco -এর Poco M6 Pro 5G ফোনটি। এই দুটো ফোনের মধ্যে Moto G14 -এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে Poco -এর ফোনের বিক্রি শুরু হচ্ছে আজ অর্থাৎ 9 অগাস্ট থেকে। 

দুটো ফোনই গ্রাহকরা Flipkart থেকে কিনতে পারবেন। দুটোর দামও এক, 10,000 টাকার মধ্যেই। এই বাজেট ফোন দুটোর দাম সহ ফিচার দেখুন। 

Poco M6 Pro 5G ফোনটির দাম

এই ফোনটির দুটো স্টোরেজ মডেল আছে, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এবং 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এবার এই দুটোর মধ্যে বেস মডেলের দাম পড়বে 9,999 টাকা। অন্যদিকে 11,999 টাকার মধ্যে কেনা যাবে টপ এন্ড মডেল।

ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক রঙে বাজারে উপলব্ধ আছে এই ফোন দুটি। যাঁরা ICICI ব্যাংকের কার্ড ব্যবহার করে এই ফোন কিনবেন তাঁরা 1,000 টাকা ছাড় পাবেন এই ফোনে। এটি কেবল মাত্র Flipkart থেকে কেনা যাবে। 

কী কী ফিচার আছে Poco M6 Pro 5G ফোনে?

1. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে এই ফোনে। 

আরও পড়ুন: IQOO Z7 Pro India Price: অগাস্টেই লঞ্চ করবে IQOO-এর নতুন ফোন, MediaTek প্রসেসর যুক্ত ফোনের দাম হবে কত?

2. 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে Poco -এর এই ফোনে। ফলে বুঝতেই পারছেন ব্যাটারি সাইজ ভাল হলেও চার্জিং স্পিড বড়ই কম এখানে। 

3. তবে Poco M6 Pro 5G ফোনটির ডিসপ্লে কিন্তু সেরা। এখানে 6.79 ইঞ্চির একটি দুর্দান্ত ডিসপ্লে আছে যেখানে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য পাবেন 90 Hz রিফ্রেশ রেট।  

4. Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে চলে এটি। ফলে গেম খেলা হোক বা রোজকার কাজ সবই স্মুদলি করা যাবে Poco M6 Pro ফোন দিয়ে। 

Moto G14 ফোনটির দাম

এই ফোনটিও 9,999 টাকায় লঞ্চ করেছে দেশে। এটির একটি স্টোরেজ মডেল কিনতে পাওয়া যাবে, এখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। ICICI ব্যাংকের গ্রাহকরা এই ফোন যদি কার্ড দিয়ে কেনেন তাহলে তাঁরা 750 টাকা ছাড় পেতে পারেন। এই ফোনটিও Flipkart থেকে কেনা যাবে। 

কী কী ফিচার আছে?

1. 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে, যদিও এটির রিফ্রেশ রেট বড় কম মাত্র 60 Hz। 

2. Unisoc T616 প্রসেসরের সাহায্যে চলা Moto G14 ফোনে স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে। 

আরও পড়ুন: iPhone 14 Deal Alert: অবিশ্বাস্য! 79,900 টাকার আইফোন এখন কেবল 7,999 টাকাতেই কেনা সম্ভব! কোথায়? জানুন খুঁটিনাটি

3. 50+2 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা আছে এখানে। আর সেলফি তোলার জন্য Moto G14 -তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 

4. 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। তবে 20W চার্জিং রেট হিসেবে বড়ই কম।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :