108MP ক্যামেরা সহ Poco M6 Plus 5G ফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম

108MP ক্যামেরা সহ Poco M6 Plus 5G ফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম
HIGHLIGHTS

Poco আজ ভারতে তার নতুন 5G স্মার্টফোন POCO M6 Plus লঞ্চ করেছে

পোকো এম6 প্লাস 5জি ফোনটি দুটি RAM ভ্যারিয়্যান্টে 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ আনা হয়েছে

নতুন পোকো ফোনের বিক্রি 7 অগাস্ট থেকে Flipkart সাইটে করা হবে

Poco আজ ভারতে তার নতুন 5G স্মার্টফোন POCO M6 Plus লঞ্চ করেছে। নতুন পোকো এম6 প্লাস 5জি ফোনে 108MP ক্যামেরা, 8 জিবি RAM এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। আসুন পোকো এম6 প্লাস 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

POCO M6 Plus 5G ফোনের ভারতে দাম কত

পোকো এম6 প্লাস 5জি ফোনটি দুটি RAM ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের বেস মডেল 6GB+128GB স্টোরেজের দাম 13,499 টাকা এবং বড় ভ্যারিয়্যান্ট 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: New FASTag Rule: 1 আগস্ট থেকে ফাস্ট্যাগের নতুন নিয়ম চালু, এই কাজ না করলে ভরতে হবে জরিমানা

নতুন পোকো ফোনের বিক্রি 7 অগাস্ট থেকে Flipkart সাইটে করা হবে। ফোনটি Ice Silver, Misty Lavender এবং Graphite Black কালার অপশনে কেনা যাবে।

অফারের আওতায় পোকো এম6 প্লাস 5জি ফোনে কোম্পানি 500 টাকা এবং 1000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় দিচ্ছে।

POCO M6 Plus 5G Specs and Features

পোকো এম6 প্লাস 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিপস্লে: পোকো এম6 প্লাস ফোনে 6.79-ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে লঞ্চ করা হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 550 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য নতুন পোকো এম6 প্লাস 5জি স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 4 Gen2 AE চিপসেট দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পোকো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি 108MP Samsung ISOCELL HM6 মেইন সেন্সর এবং 3x ইন-সেন্সর জুম সাপোর্ট করে। এর সাথে 2MP ম্যাক্রো ক্যামেরা লেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 13MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে নতুন পোকো ফোনে 5030mAh ব্যাটারি পাওয়া যাবে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: Motorola Edge 50 launched: 50MP ক্যামেরা, 8 জিবি RAM সহ নতুন মটোরোলা ফোন লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo