Poco M5-এর প্রথম সেল আজ, 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা, Flipkart-এ বাম্পার ছাড়

Updated on 27-Jan-2023
HIGHLIGHTS

এই ফোনটি ফ্লিপকার্টে (Flipkart) Big Billion Days sale এর যেটা 13 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে

4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ আছে তার দাম হল 12,499 টাকা

ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে যদি কেউ কেনাকাটা করেন তিনি পাবেন 1,500 টাকার ছাড়

Poco গত সপ্তাহে ভারতে তাদের নতুন ফোন Poco M5 লঞ্চ করেছে। Poco M5 ফোনটি MediaTek Helio G99 প্রসেসর সহ চলবে, যা একটি অক্টা-কোর প্রসেসর। এছাড়াও, Poco-এর এই ফোনটি 6GB পর্যন্ত RAM সহ 128GB স্টোরেজ রয়েছে। ফোনে 6.58 এর ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং 5,000mAh এর ব্যাটারি রয়েছে। এছাড়াও, ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করা হবে। আজ অর্থাৎ 13 সেপ্টেম্বর Poco M5 এর প্রথম সেল। Poco M5 আজ প্রথমবার সেলে বিক্রি করা হবে। এই ফোন বাম্পার ছাড়ে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন।

এই ফোনের দাম কত?

এই ফোনের যেটা বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ যেখানে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ আছে তার দাম হল 12,499 টাকা। অন্যদিকে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটির দাম হল 14,999 টাকা। এই ফোনটি ফ্লিপকার্টে (Flipkart) Big Billion Days sale এর যেটা 13 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। আপাতত ফোনটি তিনটি রঙে উপলব্ধ হবে, যথা, আইসি ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং পোকো হলুদ রঙ।

এই ফোনের উপর কী কী ছাড় পাওয়া যাবে?

ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে যদি কেউ কেনাকাটা করেন তিনি পাবেন 1,500 টাকার ছাড়। এছাড়াও সুপার কয়েনের সাহায্যে গ্রাহকরা পাবেন 500 টাকার ছাড়। পাশাপাশি গ্রাহকরা পাবেন 1 বছরের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন তাও বিনামূল্যে। এবং যাঁরা প্রথম দিনেই এই ফোনটি কিনবেন তাঁরা পাবেন 6 মাসের জন্য ফোনটির স্ক্রিন প্রোটেকশন।

POCO M5 এ কী কী ফিচার আছে?

এই ফোনটিতে রয়েছে 6.58 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে যাতে আছে 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং 30/60/90 Hz এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। এছাড়াও পাওয়া যাবে 240Hz এর স্যাম্পলিং রেট। স্ক্রিন প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস এর সুরক্ষা। এছাড়া এই ফোনটি চালিত হবে OctaCore MediaTek Helio G99 SoC এর সাহায্যে। এছাড়া আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজের একটি মডেল এবং 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের একটি মডেল। তবে এই মেমোরি 512GB অবধি বাড়ানো যাবে এসএসডি কার্ড ব্যবহার করে। এই ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করবেন সঙ্গে আছে অ্যান্ড্রয়েড 12।

POCO M5 এ রয়েছে ট্রিপল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং বাকি দুটো হল 2 মেগাপিক্সেলের। সেলফির জন্য আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইডে সঙ্গে 3.5MM অডিও জ্যাক। ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট এই ফোনটি। এতে কানেকটিভিটির জন্য আছে 4G VoLTE, Wifi, ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সি, ইত্যাদি। 5000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে যাতে দেওয়া হয়েছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা।

Connect On :