POCO ভারতীয় বাজারে তার ফ্ল্যাগশিপ ডিভাইস POCO F6 লঞ্চ করেছে। নতুন পোকো এফ৬ স্মার্টফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট অফার করা হয়েছে। এছাড়া ফোনে রয়েছে 50MP OIS সেন্সরের প্রাইমারি ক্যামেরা। আসুন লেটেস্ট পোকো এফ৬ ফোনের ফিচার, স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম পর্যন্ত সমস্ত জেনে নেওয়া যাক।
ভারতে পোকো এফ৬ ফোনের দাম 29,999 টাকা থেকে শুরু। এই দামে ফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 256GB স্টোরেজ কেনা যাবে।
আরও পড়ুন: Price cut: 11,000 টাকার ছাড়ে কিনুন Samsung 5G ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP OIS ক্যামেরা
ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা রাখা হচ্ছে। এছাড়া, 12GB RAM এবং 512GB স্টোরেজ মডেল 33,999 টাকায় কেনা যাবে।
পোকো এফ৬ এর প্রথম সেল 29 মে দুপুর 12টায় Flipkart থেকে করা হবে। ব্যাঙ্ক অফারে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে – টাইটানিয়াম এবং কালো।
ডিসপ্লে: ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনটি 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2400 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে Snapdragon 8s Gen 3 প্রসেসর।
RAM এবং স্টোরেজ: এই স্মার্টফোনে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 ইনবিল্ট স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পোকো ফোনে OIS সাপোর্ট সহ 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে পোকো স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি বক্সের সাথে 90W চার্জার অফার করছে।
কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে NFC, Bluetooth 5.4, IP64 রেটিং, Dolby Atmos এবং ডুয়াল স্টেরিও স্পিকার।
আরও পড়ুন: Samsung এবং OnePlus এর ঘুম ওড়াতে আসছে Vivo X Fold3 Pro ফোল্ডেবাল ফোন, প্রকাশ্যে এল লঞ্চের তারিখ