POCO F6 5G: আগামী সপ্তাহ ভারতে আসছে পোকোর দুর্দান্ত স্মার্টফোন, 50MP ক্যামেরা সহ আর কী থাকবে ফিচার?

Updated on 14-May-2024
HIGHLIGHTS

POCO F6 5G ফোনটি ভারতে ২৩ মে বিকেল ৪.৩০ নাগাদ একটি ইভেন্টে চালু করা হবে

এই ফোনটি Redmi Turbo 3 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে পারে

আপকামিং পোকো ফোনের প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া যেতে পারে

POCO F6 5G India Launch: স্মার্টফোন কোম্পানি পোকো ভারতে 23 মে একটি নতুন ডিভাইস লঞ্চ করবে। কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং ফোনটি পোকো এফ৬ ৫জি নামে আসবে। ফোনের বিক্রি অনলাইনট শপিং সাইট Flipkart থেকে করা হবে। আসুন আপকামিং পোকো ফোনে কী বিশেষ থাকবে জেনে নেওয়া যাক।

POCO F6 5G ভারতে কবে হবে লঞ্চ

নতুন পোকো ফোনটি ভারতে ২৩ মে বিকেল ৪.৩০ নাগাদ একটি ইভেন্টে চালু করা হবে। পোকো এফ৬ ৫জি লঞ্চের তথ্য পোকো কোম্পানি তার X হ্যান্ডেলে পোস্ট করেছে। এই ফোনটি Redmi Turbo 3 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে পারে। টার্বো ৩ গত মাসে চীনে লঞ্চ করা হয়েছে। ফোনটি কোয়ালকম চিপসেট সহ আসে।

আরও পড়ুন: Price Cut: 2500 টাকা সস্তা হল 108MP ক্যামেরা সহ OnePlus 5G ফোন, জানুন নতুন দাম কত

নতুন পোকো ফোনটি ভারতে ২৩ মে বিকেল ৪.৩০ নাগাদ একটি ইভেন্টে চালু করা হবে

পোকো F6 ফোনের ভারতে কত দাম হবে

টার্বো ৩ চীনে 1999 ইউয়ান দামে আনা হয়েছে। এটি ভারতীয় দাম অনুযায়ী প্রায় 24,000 টাকার কাছাকাছি হতে পারে। সেই হিসেবে, ভারেত আপকামিং পোকো ফোনটি 30 হাজার থেকে 35 হাজার টাকার মধ্যে আসতে পারে।

পোকো এফ৬ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

রেডমি টার্বো ৩ ফোনের হিসেবে আপকামিং পোকো ফোনে স্পেসিফিকেশন আমাদের অনেকটা পরিচিত।

যদি এই ফোনটি রেডমি টার্বো ৩ এর রিব্র্যান্ডেড ভার্সন হয়ে, তবে এতে 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

আপকামিং পোকো ফোনের প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য় পোকো ফোনে 50MP Sony LYT 600 সেন্সর দেওয়া হবে। এর সাথে 8MP এর আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য 16MP সেন্সর দেওয়া হবে।

পাওয়ার দিতে ফোনে 90 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo X100 Ultra: 200MP পেরিস্কোপ ক্যামেরা, 16GB RAM সহ ভিভোর প্রিমিয়াম ফোন লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :