Poco -এর তরফে একটি নতুন মিড রেঞ্জের ফোনের সিরিজ লঞ্চ করতে চলা হচ্ছে দেশে। জানা গিয়েছে এই সিরিজের নাম Poco F5। এখানে দুটি ফোন থাকবে বলেই অনুমান করা হচ্ছে। এই ফোন দুটি হল Poco F5 এবং Poco F5 Pro।
Poco F5 -এর পূর্বসূরি গত বছর লঞ্চ করেছিল দেশে। এখানে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার থাকবে বলেই জানা গিয়েছে। Gadgetsdata নামক এক Tipster -এর তরফে জানানো এই আসন্ন ফোন কোন কোন ফিচার থাকতে পারে সেটা জানানো হয়েছে।
Gadgetsdata -এর সেই টুইট দেখে ইতিমধ্যেই এই ফোন নিয়ে সকলের মনে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর বলা তথ্য থেকে এই ফোনের বিষয়ে যা যা জানা গিয়েছে সেটার মধ্যে আছে এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ইত্যাদি। বিস্তারিত দেখুন।
1. এই ফোনটি দেশে দুটো RAM ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ করতে পারে। এর একটিতে থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটিতে থাকবে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
2. এই ফোনে একটি 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলেই জানা গিয়েছে। এখানে Full HD ডিসপ্লে মিলবে যেখানে 120 Hz রিফ্রেশ রেট থাকবে।
3. Qulacomm Snapdragon 7+ Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। এমনটাই এই লিক থেকে জানা গিয়েছে। সঙ্গে অ্যান্ড্রয়েড 13 থাকবে বলেও দাবি করা হয়েছে।
4. এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 61 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে।
5. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা পেতে পারেন এখানে।
ডিজাইনের ভিত্তিতে যদি বলেন তাহলে এই ফোনটিকে অনেকটাই Redmi K60 সিরিজের মতো দেখতে। অন্তত প্রকাশ্যে যে ছবি এসেছে সেখান থেকে এমনটাই জানা গিয়েছে। এছাড়া ডুয়াল স্পিকার সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদির সুবিধাও পাওয়া যেতে পারে।
এই ফোনের ওজন 181 গ্রাম হবে বলেই টিপস্টার জানিয়েছেন। এখানে 3.5 mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, WiFi -এর সুবিধাও পাওয়া যাবে। Poco F5 Pro সম্পর্কে এখনও তেমন কিছু জানা না গেলেও এটার মডেল নম্বর জানা গিয়েছে, সেটা হল 23049PCD8G।
আপাতত এই ফোন সম্পর্কে এতটুকু তথ্য মিলেছে। এটিকে ইন্দোনেশিয়ার NBTC ওয়েবসাইটে দেখা গিয়েছে।