Poco -এর তরফে তাদের নতুন ফোন Poco F5 5G শীঘ্রই দেশে লঞ্চ করা হবে। এই ফোনটি খুব সম্ভবত 9 মে থেকে বিশ্বজুড়ে বিক্রি শুরু হবে। Poco F5 সিরিজে দুটো ফোন আছে Poco F5 5G এবং Poco F5 Pro 5G। ভারতেও এই একই দিনে এই ফোনের বিক্রি শুরু হবে বলে জানা যাচ্ছে।
Poco -এর তরফে লঞ্চের আগে এই ফোনটির একাধিক ফিচার প্রকাশ্যে নিয়ে এসেছে। দেশে এই ফোন কোন কোন রঙে উপলব্ধ হবে, কী কী ফিচার থাকবে সবই প্রকাশ্যে এসে গিয়েছে।
Himangshu Tandon, Poco India -এর হেড জানিয়েছেন মে মাসের 9 তারিখ বিকেল সাড়ে 5টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। বেস মডেলে থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটি দুটো রঙে কেনা যাবে, চারকোল ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট। Flipkart থেকে কেনা যাবে এই ফোন।
1. Snapdragon -এর তরফে সদ্যই জানানো হয়েছে এই ফোনে Snapdragon 7+ Gen 2 প্রসেসর থাকবে। এমনটাই Tandon-ও জানিয়েছেন।
2. এখানে পাতলা বেজেল, হোল পাঞ্চ কাটআউট থাকবে। এখানেই থাকবে ফ্রন্ট ক্যামেরা।
3. Antutu -তে এই ফোন প্রায় মিলিয়ন স্কোর করে ফেলেছে বলেও জানান Tandon। 93% স্ক্রিন টু বডি রেশিও দেখা যাবে এই ফোনে।
4. এই ফোনের রিয়ার প্যানেলে একটা টারবাইন এর মতো ডিজাইন থাকবে। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে।
5. এখানে একটি 6.67 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে থাকবে যেখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে 2400X1080 পিক্সেলের রেজোলিউশন মিলবে।
6. কর্নিং গোরিলা গ্লাস -এর সুবিধা থাকবে এই ফোনে।
7. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
8. 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে ফ্রন্ট ক্যামেরায়। রিয়ার ক্যামেরার বাকি দুটো সেন্সরে 8 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।
9. এখানে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে বলেই জানা গিয়েছে।
10. অনেকেই দাবি করছেন যে এই ফোনটি আদতে Redmi K60 -এর রিব্র্যান্ডেড ভার্সন।