চিনা কোম্পানি Poco তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি এই দুটি স্মার্টফোন POCO F5 5G এবং POCO F5 Pro 5G নামে বাজের আনা হয়েছে। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি POCO F5 5G ফোন ভারতে লঞ্চ হয়েছে। আরেকটি POCO F5 Pro 5G ফোন গ্লোবাল মার্কেটে চালু করা হয়েছে।
POCO F5 5G ফোনের কথা যদি বলি তবে এই ফোনে Snapdragon 7+ Gen 2 অফার করা হয়েছে। এর পাশাপাশি, ফোনে 12GB পর্যন্ত RAM, 67W টার্বোচার্জ সাপোর্ট, AMOLED ডিসপ্লের মতো ফিচার দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং ফিচার কী রয়েছে…
POCO F5 5G ফোনের দামের কথা বললে, এর 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 29,999 টাকা রাখা হয়েছে। এর পাশাপাশি, 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 33,999 টাকায় বিক্রি করা হবে। স্মার্টফোনে লঞ্চ অফার হিসাবে, ICICI ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে গ্রাহকরা 3000 টাকা ছাড় পেয়ে যাবেন। ছাড়ের পর ফোনের দাম কমে 26,999 টাকা এবং 30,999 টাকা হয়ে যাচ্ছে।
https://twitter.com/IndiaPOCO/status/1655912302862819328?ref_src=twsrc%5Etfw
পোকো এর এই নতুন স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। 16 মে থেকে তিনটি কালার কার্বন ব্ল্যাক, স্নোস্টর্ম হোয়াইট এবং ইলেকট্রিক ব্লু অপশনে POCO F5 5G ফোনটি কেনা যাবে।
POCO F5 5G ফোনে 6.67-ইঞ্চি Xfinity Pro AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্টের সাথে আসে। স্ক্রিনটি Dolby Vision এবং HDR10+ সাপোর্ট রয়েছে। ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য় ফোনে Corning Gorilla Glass 5 দেওয়া হয়েছে।
Poco ফোনে Snapdragon 7+ Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 7GB ভার্চুয়াল RAM অপশনও অফার করা হয়েছে।
ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল সেন্সর দেওয়া। এছাড়া, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং তৃতীয়টি একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া। ইউজাররা ফোন থেকে 4K রেকর্ডিং করতে পারবেন। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W টার্বো চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এই ফোনটি Android 13 এ কাজ করবে। এটি MIUI 14 এর উপর ভিত্তি করে তৈরি।