digit zero1 awards

Poco F4 5G ফোন লঞ্চ করল ভারতে, জেনে নিন এই ফোনের দারুন সব স্পেসিফিকেশন

Poco F4 5G ফোন লঞ্চ করল ভারতে, জেনে নিন এই ফোনের দারুন সব স্পেসিফিকেশন
HIGHLIGHTS

ভারতে এল Poco F4 5G ফোনটি

দাম একটু বেশি তবে এই ফোনের স্পেসিফিকেশন আপনার নজর কাড়তে বাধ্য

তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই ফোনের, বেস ভ্যারিয়েন্টের দাম 27999 টাকা

ভারতে এখন একের পর এক দারুন সব স্মার্টফোন লঞ্চ হচ্ছে। এবার লঞ্চ হল Poco F4 5G স্মার্টফোন। বৃহস্পতিবার 23 জুন ভারতে লঞ্চ হল Poco এর নয়া ফোনটি। Poco F4 5G তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে। রয়েছে Octacore Qualcomm Snapdragon 870 প্রসেসর। ডলবি অ্যাটমস এবং ডলবি Vision প্রযুক্তির মতো অত্যাধুনিক  ফিচার রয়েছে এই ফোনে। গত মার্চে চিনে লঞ্চ করেছিল Redmi  K40S, সেটারই রিব্র্যাণ্ডেড ভার্সন হচ্ছে পোকো F4 5G। 

Poco F4 5G ফোনে আর কী কী ফিচার রয়েছে, এর দাম কত সবটাই এবার দেখে নেওয়া যাক। 

কোন কোন ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই ফোনের?

আপাতত তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Poco F4 5G এর। এর বেস ভ্যারিয়েন্টে আছে 6GB RAM এবং 128 GB স্টোরেজ। এরপরের ভ্যারিয়েন্টে থাকবে 8GB RAM এবং 128 GB স্টোরেজ। সব থেকে হাই কোয়ালিটির ভ্যারিয়েন্টে থাকবে 12 GB RAM এবং 256 GB স্টোরেজ। 

 

দাম কত এই ফোনের?

ভারতের বাজারে যে তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে Poco F4 5G এর তার দাম শুরু হচ্ছে 27999 টাকা থেকে। বেস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 27999 টাকা। 8GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 29999 টাকা। এবং 12 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হল 33999 টাকা। 

 

poco f4

কোন কোন রঙে পাওয়া যাবে ফোনটি?

দুটো রঙে পাওয়া যাবে Poco F4 5G ফোনের তিনটি ভ্যারিয়েন্ট। নাইট ব্ল্যাক এবং নেবুলা গ্রিন এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। 

 

ডিসপ্লে কেমন থাকবে এই ফোনে?

6.67 ইঞ্চির ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে। 360Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে Poco F4 5G তে। DCI P3 কালার গ্যামুট করবে এই ফোন একই সঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিও দেখার সময় HDR 10+ও সাপোর্ট করবে। কর্ণিং গ্লোরিলা গ্লাস 5 এর সুরক্ষা থাকবে এই ফোনে। 

 

কোন প্রসেসর থাকবে Poco F4 5G তে?

যেমনটা আগেই বলা হল snapdragon 870 এর মতো শক্তিশালী প্রসেসর থাকবে এই ফোনে। এর মডেলের টপ ভ্যারিয়েন্টের 12GB RAM এর সঙ্গে এর পেয়ার আপ করা আছে।

ক্যামেরা কোয়ালিটি কেমন?

ট্রিপল রিয়ার ক্যামেরা আছে ফোনটিতে। অর্থাৎ ব্যাক প্যানেলে থাকবে তিনটি ক্যামেরা। মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর বাকি দুটো রিয়ার ক্যামেরা থাকছে 8 এবং 2 মেগাপিক্সেলের। যার মধ্যে 8 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং 2 হচ্ছে মাইক্রো। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা সেলফি এবং ভিডিও কলে সাহায্য করবে। 

ব্যাটারি লাইফ কেমন ফোনটির?

4500mAh Li-Polymer ব্যাটারি রয়েছে এই ফোনে। সঙ্গে রয়েছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা। 

আগামী 27 জুন থেকে ফ্লিপকার্টে এই ফোনটি কিনতে পাওয়া যাবে। ফোনটি যেহেতু সদ্য ভারতে লঞ্চ করল তাই লঞ্চ অফার হিসেবে 1000 টাকা ছাড় পাওয়া যাবে সঙ্গে SBI এর কোনও কার্ড ব্যবহার করে যদি কেউ এই ফোন কেনেন তাহলে তিনি আরও 3000 টাকার ছাড় পাবেন। এখন নতুন ফোন বাজারে লঞ্চ করলে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়, কিন্তু Poco F4 5G দিচ্ছে 3000 টাকার ছাড়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo