দুপুর 12 টায় শুরু হবে Poco F1 য়ের ফ্ল্যাশ সেল, প্রাথমিক দাম হবে 20,999টাকা

Updated on 19-Sep-2018
HIGHLIGHTS

Xiaomi Poco F1 স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 20,999টাকা আর আজকে এই স্মার্টফোনটি ফ্ল্যাশ সেলে দুপুর 12টায় ফ্লিপকার্টে কেনা যাবে

Xiaomi Poco F1 ফোনটি ফ্ল্যাগশিপ স্পেক্সের সঙ্গে ভারতে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এর বেস ভেরিয়েন্টের দাম 20,999টাকা। আর আজকে এই স্মার্টফোনটির ফ্ল্যাশ সেল দুপুর 12টায় ফ্লিপকার্টে হবে।

Poco F1 য়ের স্পেসিফিকেশান

Poco F1 ফোনটিতে একটি হাই এন্ডের চিপসেট আছে আর এছাড়া অন্য স্পেক্সের বিষয়ে যদি কথা বলি তবে, এই ফোনে 12MP+5MP র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এই ফোনে AI ক্ষমতা যুক্ত। আর এর সঙ্গে এতে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর এটি কোয়াল্কমের কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।

এই ফোনটিতে 6.18 ইঞ্চির একটি FHD+ 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত স্ক্রিন আছে, আর এছাড়া এতে নচ দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা হাইব্রিড ডুয়াল সিম স্লট পাবেন আর এছাড়া এটি ডুয়াল VoLTE সাপোর্ট করে। আর এই স্মার্টফোনে কোয়াল্কম  স্ন্যাপড্র্যাগন 845 SoC আর 4000mAh য়ের ব্যাটারি আছে।

Poco F1 য়ের দাম

Xiaomi Poco F1 ফোনটি বেস কয়েক্টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 64GB+6GB ভেরিয়েন্টের দাম 20,999টাকা আর এর স্পেশাল Armored Edition য়ের দাম 28,999টাকা প্রাথমিক দাম। আর এটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে পাওয়া যায়।

Connect On :