10 হাজার টাকার কমে নতুন POCO স্মার্টফোন লঞ্চ, 5000mAh ব্যাটারি এবং 256 জিবি স্টোরেজ রয়েছে

10 হাজার টাকার কমে নতুন POCO স্মার্টফোন লঞ্চ, 5000mAh ব্যাটারি এবং 256 জিবি স্টোরেজ রয়েছে
HIGHLIGHTS

পোকো কোম্পানি গ্লোবাল মার্কেটে POCO C75 লঞ্চ করেছে

নতুন পোকো সি75 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল 109 ডলার (প্রায় 9170 টাকা) রাখা হয়েছে

পোকো সি75 ফোনে MediaTek Helio G81 Ultra প্রসেসর রয়েছে

পোকো কোম্পানি গ্লোবাল মার্কেটে POCO C75 লঞ্চ করেছে। বাজেট সেগামেন্টে আসা পোকো ভারতে লঞ্চ হওয়া Redmi 14C এর রিব্র্যান্ড ভার্সন। এটি ভারতে অগাস্টে লঞ্চ করা হয়েছিল। কম দামে আসা পোকো সি75 ফোনে কী স্পেসিফিকেশন কী রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

লঞ্চ হল সস্তা Poco C75 ফোন

নতুন পোকো সি75 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল 109 ডলার (প্রায় 9170 টাকা) এবং 8GB RAM+256GB মডেলের দাম 129 ডলার (প্রায় 10,900 টাকা) রাখা হয়েছে। এছাড়া বলে দি যে লেটেস্ট পোকো সি75 ফোনটি আর্লী বর্ড সেলে এই দামে কেনা যাবে। যার মানে ফোনের আসল দাম বাড়তে পারে। ফোনটি গোল্ড এবং গ্রিন রঙে কেনা যাবে।

আরও পড়ুন: 13000 টাকা ছাড়ে বিক্রি Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন অফার

পোকো সি75 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: পোকো সি75 ফোনে 6.88-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে। এটি 720×1640 পিক্সেল রেজোলিউশন, 600 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: ফোনে MediaTek Helio G81 Ultra প্রসেসর রয়েছে। এটি 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা।

POCO C75 Specs and Price

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, ফোনে একটি 13MP ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে পোকো সি75 ফোনটি 5160mAh ব্যাটারি সহ আসে। তবে ফোনের সাথে কোনো চার্জর পাওয়া যাবে না।

আরও পড়ুন: BSNL Diwali Offer: 365 দিনের ভ্যালিডিটি, 600 জিবি ডেটা সহ বার্ষিক রিচার্জ প্ল্যান হল সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo