Poco C75 5G vs Moto G35 5G Price Under 10000 in India Comparison: পোকো কোম্পানি সম্প্রতি ভারতে সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন পোকো সি75 লঞ্চ করেছে। পাশাপাশি, মোটোরোলাও ভারতে সম্প্রতি মোটো জি35 নিয়ে হাজির হয়েছে। পোকো সি75 এবং মোটো জি35 দুটি বাজেট ফোন 10,000 টাকার কম দামে বাজারে আসে। আপনি যদি 10 হাজার টাকার কম বাজেটে 5জি স্মার্টফোন কিনতে চান, এবং বুঝতে পারছেন না যে কোনটি ভাল অপশন হবে তবে এই খবর আপনার জন্য।
ডিসপ্লে
পোকো সি75 5জি ফোনটি 6.88-ইঞ্চি IPS LCD HD+ রেজোলিউশন ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। মোটো জি35 ফোনের কথা বললে, ফোনটি 6.72-ইঞ্চি ডিসপ্লে অফার করে। এতেও IPS LCD HD+ সাপোর্ট করে। এখানে বলে দি যে মোটো ফোনে পঞ্চ হোল নচ দেওয়া, তবে পোকোর সস্তা 5জি ফোনটি ওয়াটারড্রপ নচ সহ আসে।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 4,554 টাকা সস্তা হল 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, নতুন দাম জেনে নিন কত
চিপসেট
পোকো সি75 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 4s Gen 2 চিপসেটে কাজ করে। এতে 2.0GHz অক্টো-কোর প্রসেসর এবং এড্রেনো GPU পাওয়া যাবে। অন্যদিকে মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে চলবে যা 2.2Ghz অক্টা-কোর প্রসেসর এবং মালি-G57 GPU তে চলবে।
ক্যামেরা
দুটি ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া। পোকো সি75 5জি ফোনটি সিঙ্গেল ক্যামেরা অফার করে। তবে মোটো জি35 5জি ফোনে 50MP এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড পেয়ার করা। সেলফি ক্যামেরা হিসেবে পোকো সি75 ফোনে 5MP পাওয়া যাবে এবং মোটো জি35 ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া।
ব্যাটারি
পাওয়ার দিতে পোকো সি75 ফোনটি বড় 5160mAh এর ব্যাটারি অফার করে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, মোটো জি35 ফোনটি 5000mAh এর ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং সহ আসে।
পোকো সি75 5জি ফোনের দাম 7,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, মোটোরোলা মোটো জি35 5জি ফোনটি 9999 টাকা দামে আসে।
কম দামে বড় ব্যাটারি সহ পোকো সি75 5জি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: Poco M7 Pro 5G ফোনের আজ প্রথম সেল, কেনার আগে জানুন 4টি কারণ কেন কিনবেন এবং না কেনার 1টি বিশেষ কারণ