পোকো কোম্পানি ভারতে আজ POCO C71 লঞ্চ করে দিয়েছে। কোম্পানির দাবি যে লেটেস্ট পোকো সি71 ফোনটি 7 হাজার টাকার কম দামের সেগামেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট অফার করে। পোকো ফোনে 6.88-ইঞ্চির বড় ডিসপ্লে, 5200mAh এর বড় ব্যাটারি মতো ফিচার দেওয়া হয়েছে। পোকো সি71 ফোনটি ভারতে 6499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক পোকো সি71 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে পোকো সি71 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB+64GB স্টোরেজ মডেল আনা হয়েছে যার দাম 6499 টাকা রাখা হয়েছে। এছাড়া আরেকটি মডেল 6GB+128GB স্টোরেজ সহ আসে যার দাম 7499 টাকা।
লেটেস্ট পোকো সি71 ফোনের বিক্রি 8 এপ্রিল দুপুর 12টায় Flipkart থেকে করা হবে।
ফিচারের কথা বললে, পোকো সি71 ফোনে এই সেগামেন্টের 6.88-ইঞ্চি সহ সবচেয়ে বড় ডিসপ্লে অফার করা হয়েছে। এটি 120Hz এডাপটিভ রিফ্রেশ রেট, পিক্সেল রেজোলিউশন 1640*720, আই-ফ্রেন্ডলি ডিসপ্লে, 450 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি এই ফোনের ডিসপ্লেতে Wet Hand Touch সাপোর্ট দিয়েছে, যা ভেজা হাতেও ফোনটি সহজে চালাতে দেবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে পোকো সি71 ফোনে অক্টাকোর প্রসেসর Unisoc T7250 চিপসেট পাওয়া যাবে, যা 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM সহ পেয়ার করা। ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
কোম্পানির দাবি যে 7 হাজার টাকার কম দামের সেগামেন্টে পোকো সি71 একটি মাত্র ফোন যা 12GB RAM (6GB ফিজিকাল RAM+6GB টার্বো RAM) অফার করে।
ফটোগ্রাফির জন্য পোকো সি71 ফোনটি 32MP প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। সেলফি তোলার জন্য ফ্রন্টে রয়েছে 8MP সেন্সর।
পাওয়ার দিতে পোকো সি71 ফোনে দেওয়া হয়েছে 5200mAh এর বড় ব্যাটারি, যা 15W চার্জিং স্পিড সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে পোকো ফোনটি Android 15 আউট অফ দ্য বক্সে কাজ করবে।
আরও পড়ুন: সোজা 14 হাজার টাকা ছাড়ে 120W চার্জিং সহ iQOO 12 5G ফোন কেনার সুযোগ