POCO C71 India Launch
আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তবে এই খবর আপনার জন্য। পোকো কোম্পানি ভারতে তার নতুন ফোন POCO C71 লঞ্চ করতে চলেছে। পোকো এর আপকামিং ফোনের ডিজাইন অনেকটা iPhone 16 এর মতো। লিক অনুযায়ী, এই স্মার্টফোন শাওমির Redmi A5 এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে।
পোকো সি71 কোম্পানির ই-কমার্স সাইট Flipkart এ লাইভ করে দেওয়া হয়েছে। মাইক্রোসাইট এর মাধ্যমে আপকামিং ফোনের ফিচার প্রকাশ হয়েছে। এই স্মার্টফোনে Unisoc প্রসেসর পাওয়া যাবে। সাথে থাকবে বড় ব্যাটারি।
পোকো সি71 কোম্পানি আজ 4 এপ্রিল লঞ্চ করতে চলেছে। কোম্পানি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X সাইটে পোস্ট করেছে। পোকো সি71 ফোনটি 7000 টাকার কম দামে বাজারে লঞ্চ হতে পারে।
আপকামিং পোকো সি71 ফোনে কোম্পানি 6.88-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া যেতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 450 নিট পিক ব্রাইটনেস থাকবে।
নতুন পোকো ফোনে 32MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
পাওয়ার দিতে এতে 5200mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: সোজা 14 হাজার টাকা ছাড়ে 120W চার্জিং সহ iQOO 12 5G ফোন কেনার সুযোগ