Poco C65 Launch: 8GB পর্যন্ত RAM, ট্রিপল ক্যামেরা সহ পোকোর বাজেট ফোন লঞ্চ, দাম 9000 টাকার কম

Updated on 15-Dec-2023
HIGHLIGHTS

POCO কোম্পানি তার C-Series এর আওতায় ভারতে নতুন POCO C65 লঞ্চ করেছে

লেটেস্ট ফোনটি 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা মতো ফিচার রয়েছে

পোকো স্মার্টফোনের কথা বললে, এর 4GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 8,499 টাকা রাখা হয়েছে

POCO কোম্পানি তার C-Series এর আওতায় ভারতে নতুন POCO C65 লঞ্চ করেছে। এই স্মার্টফোনের কিছু ফিচার সম্প্রতি চালু হওয়া Redmi 13C এর মতোই হবে। লেটেস্ট ফোনটি 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক পোকো C65 ফোনের দাম এবং ফিচার কী।

পোকো C65 দাম এবং অফার

পোকো স্মার্টফোনের কথা বললে, এর 4GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 8,499 টাকা রাখা হয়েছে।

পাশাপাশি, 6GB + 128GB মডেলের দাম 9,499 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: New WhatsApp Pin Chat Feature: হোয়াটসঅ্যাপ আনল নতুন ফিচার, চ্যাটিং এবং মেসেজ করা হবে আরও মজার

ফোনটি প্যাস্টেল ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার অপশনে বিক্রি করা হবে।

Poco C65 ফোনটি Flipkart এর মাধ্যমে 18 ডিসেম্বর থেকে কেনা যাবে

Poco C65 ফোনটি ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে 18 ডিসেম্বর থেকে কেনা যাবে। আপনি ICICI ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে ইনস্ট্যান্ট 1000 টাকা ছাড় পাবেন৷

Poco C65 এর স্পেসিফিকেশন

নতুন পোকো ফোনে 6.74-ইঞ্চি HD+ (720 x 1,600 পিক্সেল) LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া।

এই স্মার্টফোনে MediaTek Helio G85 SoC প্রসেসর রয়েছে, যা 8GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা হয়েছে।

POCO কোম্পানি তার C-Series এর আওতায় ভারতে নতুন POCO C65 লঞ্চ করেছে

ফটোগ্রাফির জন্য পোকো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেলের দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

নতুন ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

ব্যাটারির ক্ষেত্রে, এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: iPhone 15 ফোনে বাম্পার ডিসকাউন্ট, সোজা 7500 টাকার ডিসকাউন্ট, জানুন কোথায় পাবেন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :