POCO আনছে কম দামের শক্তিশালী ফোন! সামনে এল লঞ্চের তারিখ সহ ডিজাইন এবং দাম

POCO আনছে কম দামের শক্তিশালী ফোন! সামনে এল লঞ্চের তারিখ সহ ডিজাইন এবং দাম
HIGHLIGHTS

Poco কোম্পানি বাজারে সবচেয়ে কম দামে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

আপকামিং এই ফোনটি C-Series এর আওতায় আনা হবে, যা Poco C65 নামে বাজারে আসবে

পোকো C65 ফোনটি 5 নভেম্বর গ্লোবাল মার্কেট চালু করা হবে

পোকো কোম্পানি বাজারে সবচেয়ে কম দামে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং এই ফোনটি C-Series এর আওতায় আনা হবে, যা Poco C65 নামে বাজারে আসবে। কোম্পানি এখন এই ফোনের লঞ্চের তারিখের ঘোষনা করে দিয়েছে। পোকো C65 ফোনটি 5 নভেম্বর গ্লোবাল মার্কেট চালু করা হবে।

পোকো তার আপকামিং ফোনের দাম এবং অফারও শেয়ার করে দিয়েছে। তবে গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোনটি ভারত সহ অন্যান্য বাজারেও এন্ট্রি করতে পারে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন এর সম্পর্কে।

আরও পড়ুন: মাত্র 9999 টাকায় 5G Phone, ফোনে রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

POCO C65 কবে হবে লঞ্চ

সোশ্যাল মিডিয়া X (টুইটার) প্ল্যাটফর্মে নতুন ফোন পোকো C65 এর টিজার প্রকাশ করা হয়েছে।

পোস্টে দেখা যাচ্ছে যে ডিভাইসটি 5 নভেম্বর লঞ্চ করার বিষয় জানানো হয়েছে। এছাড়া আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও বলা হয়েছে।

কোম্পানি তার পোস্টে আপকামিং ফোনটিকে এন্ট্রি লেভল এন্টারটেইনমেন্ট পাওয়ার হাউস হিসেবে বলেছে।

আরও পড়ুন: Jio ধামাকা! 365 দিনের জন্য Prime Video বিনামূল্যে, সাথে আনলিমিটেড 5G ডেটা, একটি রিচার্জে সবকিছু

Poco C65 ফোনের কত হবে দাম?

দামের কথা বললে পোকো সি65 দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।

Poco C65 Price and launch date revealed
POCO C65 ফোনের কত হবে দাম?

ফোনটি 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 109 ডলার অর্থাৎ প্রায় 9000 টাকায় আসবে। তবে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 11,000 টাকায় আনা হবে।

বলে দি যে ফোনের এই দাম অফারের আওতায় কেনা যেতে পারে।

ফোনের স্পেসিফিকেশনের কথা বললে ডিভাইসে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া যেতে পারে। এছাড়া ফোনে পাওয়ারফুল ক্যামেরা যা 50 মেগাপিক্সেলের AI ট্রিপল রিয়ার সেন্সর রয়েছে।

আরও পড়ুন: Vivo X100 সিরিজ লঞ্চের ঘোষনা, বাজার কাঁপাতে এই দিন আসছে নজরকাড়া ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo