POCO C65 First Sale: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ সস্তা ফোনে বাম্পার ছাড়

POCO C65 First Sale: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ সস্তা ফোনে বাম্পার ছাড়
HIGHLIGHTS

Poco C65 স্মার্টফোনের প্রথম সেল শুরু হতে চলেছে

এই প্রথম সেলে নতুন ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে

ফিচার হিসেবে স্মার্টফোনে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে

POCO গত সপ্তাহে ভারতে তার সস্তা স্মার্টফোন Poco C65 লঞ্চ করেছিল। আজ এই স্মার্টফোনের প্রথম সেল শুরু হতে চলেছে। এই প্রথম সেলে নতুন ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। ফিচার হিসেবে স্মার্টফোনে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে।

POCO C65 দাম এবং সেল অফার

পোকোর নতুন ফোনের কথা বললে, লেটেস্ট ডিভাইসটি 8499 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে। ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।

  • 4GB RAM+128GB = 8499 টাকা
  • 6GB RAM+128GB = 9499 টাকা
  • 8GB RAM+256GB = 10,999 টাকা

পোকোর নতুন ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর 12টা থেকে বিক্রি করা হবে। সেলের সময় ফোনে 1000 টাকার ছাড় পাওয়া যাবে। তবে এই ছাড় পেতে গ্রাহকদের ICICI কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

আরও পড়ুন: Airtel কে টেক্কা দিতে Reliance Jio লঞ্চ করল নতুন প্ল্যান, 12 OTT সাবস্ক্রিপশন সহ মিলবে আনলিমিটেড ডেটা

পোকো C65 ফোনে কী রয়েছে ফিচার

ডিসপ্লেতে 6.74-ইঞ্চি LCD স্ক্রিন পাওয়া যাবে পোকো ফোনে। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে।

প্রসেসর হিসেবে পোকো ফোনটি MediaTek Helio G85 প্রসেসরে রান করে। এছাড়া ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

POCO C65 PRICE IN INDIA
পোকো C65 ফোনে কী রয়েছে ফিচার

পোকো ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করা। এতে প্রাইমারি ক্যামেরা 50MP সহ AI লেন্স + 2MP লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে পোকো ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W এর চার্জিং সাপোর্ট করে।

এই ফোন Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টামে কাজ করে।

আরও পড়ুন: Motorola আনছে Moto G24 Power, Moto G34 ফোন, লঞ্চের আগেই রেন্ডার এবং ফিচার ফাঁস, জানুন কী থাকবে বিশেষ!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo