POCO C61 Launch Date: 26 মার্চ ভারতে এন্ট্রি নেবে সস্তা পোকো ফোন, টিজার প্রকাশ

Updated on 22-Mar-2024
HIGHLIGHTS

POCO তার আপকামিং বাজেট স্মার্টফোন Poco C61 লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে

পোকো ফোনটি আগামী সপ্তাহে 26 মার্চ ভারতের বাজারে লঞ্চ হবে

ডিভাইসে 4GB RAM+64GB স্টোরেজের দাম প্রায় 7499 টাকা হতে পারে

POCO তার আপকামিং বাজেট স্মার্টফোন Poco C61 লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। এটি কোম্পানির নতুন C-Series এর আওতায় আনা হবে। পোকো ফোনটি আগামী সপ্তাহে 26 মার্চ ভারতের বাজারে লঞ্চ হবে।

মনে করিয়ে দি যে ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন গতকালই প্রকাশ হয়েছিল। আজ কোম্পানি আপকামিং ফোনের লঞ্চ তারিখ ফাঁস করেদিল। আসুস জেনে নেওয়া যাক নতুন ফোনে কী বিশেষ থাকবে।

আরও পড়ুন: Lava O2: 8000 টাকা কমে সবচেয়ে ফাস্ট ফোন, রয়েছে 16GB RAM এবং 50MP AI ক্যামেরা

POCO C61 ভারতীয় লঞ্চ তারিখ

পোকো তার নতুন ডিভাইস পোকো সি৬১ সম্পর্কে সোশ্যাল মিডিয়া X প্ল্যাটফর্মে খবর দিয়েছে। এছাড়া মাইক্রোসাইট Flipkart-এ লাইভ করা হয়েছে।

কোম্পানি তার পোস্টে জানিয়েছে আপকামিং ফোনটি 26 মার্চ দুপুর 12টায় লঞ্চ করবে।

টিজারে আপকামিং ফোনটি কালো রঙের অপশনে দেখানো হয়েছে। এছাড়া এতে ক্যামেরা লেন্সও দেখা যাচ্ছে।

স্মার্টফোনে 6GB পর্যন্ত RAM এবং 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM থাকবে, ইউজাররা 12GB পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে পারবেন।

Poco C 61 দাম কত হবে

সম্প্রতি আসা লিক রিপোর্টে বলা হয়েছে যে পোকো সি61 দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে।

ডিভাইসে 4GB RAM+64GB স্টোরেজের দাম প্রায় 7499 টাকা হতে পারে। এছাড়া ফোনের আরেকটি ভ্যারিয়্যান্ট আসবে 6GB RAM + 128GB, যা 8499 টাকায় আসতে পারে।

কালার অপশন হিসেবে এই ফোনটি কালো, নীল এবং সবুজ তিনটি রঙ হবে।

ডিভাইসে 4GB RAM+64GB স্টোরেজের দাম প্রায় 7499 টাকা হতে পারে

Poco C61 স্পেসিফিকেশন কী থাকবে

ডিসপ্লে: পোকো ফোনে স্ক্রিন সাইজ 6.71 ইঞ্চি IPS LCD দেওয়া যেতে পারে। ডিসপ্লেতে HD রেজোলিউশন পাওয়া যাবে।

প্রসেসর: আপকামিং ফোনটি Helio G36 চিপসেটে চলতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়ারে ডুয়াল সেন্সর থাকতে পারে। এতে প্রাইমারি সেন্সর 8 মেগাপিক্সেলের হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার দিতে পোকো ফোনটি 5000mAh সহ আসবে যা 10W চার্জিং সাপোর্ট করতে পারে।

আরও পড়ুন: Jio 49 Plan: আইপিএল দেখা হবে আরও মজাদার! মাত্র 49 টাকায় 25GB ডেটা, Airtel প্ল্যানকে দেবে টেক্কা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :