এই ফোনটির বেস ভ্যারিয়েন্টটির দাম 9,999 টাকা। লঞ্চ অফারে এই ফোনটি এখন কেনা যাচ্ছে মাত্র 7,799 টাকায়
MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন, থাকবে অ্যান্ড্রয়েড 13
Poco সংস্থা সম্প্রতি তার নতুন C-Series এর আওতায় লেটেস্ট স্মার্টফোন Poco C51 লঞ্চ করেছে। আজ Poco C51 ফোনের প্রথম সেল শুরু হতে চলেছে। এই সেল দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে বিক্রি করা হবে। পোকো সি 51 স্মার্টফোনটি জানুয়ারী মাসে লঞ্চ হওয়া Poco C50 এর আপগ্রেড মডেল হিসাবে আনা হয়েছে। MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন, থাকবে অ্যান্ড্রয়েড 13। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। আর কোন কোন ফিচার আছে এখানে? দেখুন খুঁটিনাটি।
ভারতে Poco C51 ফোনের দাম কত
এই ফোনটির বেস ভ্যারিয়েন্টটির দাম 9,999 টাকা। এখানে আছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। তবে লঞ্চ অফারে এই ফোনটি এখন কেনা যাচ্ছে মাত্র 7,799 টাকায়। Flipkart থেকে আজ 10 এপ্রিল থেকে কেনা যাবে এই ফোন। এটি দুটো রঙে দেশে উপলব্ধ হয়েছে, এই রং দুটি হল পাওয়ার ব্ল্যাক, রয়েল ব্লু।
1. গ্রাহকরা এখানে 6.52 ইঞ্চির একটি IPS LCD HD+ ডিসপ্লে রয়েছে। এখানে আছে 1600X720 পিক্সেলের রেজোলিউশন সহ 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
2. এই ফোনটি পরিচালিত হবে MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে এখানে 7 GB পর্যন্ত RAM আছে VRAM সহ। সঙ্গে ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
4. ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে, সঙ্গে মিলবে LED ফ্ল্যাশ। প্রাইমারি ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ QVGA- এর একটি সেকেন্ডারি ক্যামেরা। এখানে 1080P পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করা যাবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এখানে আছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
5. 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
6. কানেকটিভিটির জন্য গ্রাহকরা এখানে পাবেন GPS, ব্লুটুথ, 3.5mm হেডফোন জ্যাক, WiFi, 4G, ইত্যাদি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.