Poco C50 লঞ্চ করতে চলেছে ভারতে, নভেম্বরের শেষে কোন ফিচার নিয়ে আসছে এই ফোন?
নভেম্বরের শেষেই ভারতে লঞ্চ হতে চলেছে Poco C50
বাজেট সেগমেন্ট লঞ্চ করা হবে এই ফোন
6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে এই ফোনে
Poco কোম্পানি তাদের নতুন ফোন ভারতে আনতে চলেছে। জানা গিয়েছে এই ফোনটির নাম Poco C50। C সিরিজের মধ্যে এই ফোনটিকে লঞ্চ করা হবে। চলতি মাসের শেষেই এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে Poco কোম্পানি নিশ্চিত বার্তা দিয়েছে।
তবে এই ফোনে কী কী ফিচার থাকবে, কেমন দাম হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। কিন্তু এতটুকু আভাস মিলেছে যে এই ফোন ভারতে বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। অর্থাৎ এই ফোনের দাম খুব কম হবে। একই সঙ্গে জানা হয়েছে এই ফোনের দাম কম হলেও তাতে একাধিক আকর্ষণীয় এবং দারুন ফিচার থাকবে। এই ফোনের ক্যামেরা দারুন পারফর্ম করবে। একই সঙ্গে এই ফোন ব্যবহার করে গ্রাহকরা দুর্দান্ত মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা পাবেন।
এই ফোনের ডিজাইন হবে একদম স্লিক, সঙ্গে থাকবে একটি বড় ব্যাটারি ফলে এই ব্যাটারির সাহায্যে অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ মিলবে। Poco C50 ফোনটি কম দামে আসবে জানা গিয়েছে, কিন্তু কত দামে সেটা জানা যায়নি। তবে নভেম্বরের শেষ সপ্তাহেই যে এই ফোন ভারতে হাজির হয়ে যাবে।
Poco C50 ফোনটি তার আগের ফোন Poco C40এর থেকে যে বিশেষ আলাদা হবে তেমনটা নয়। ফলে Poco C40এর ফিচারের দিকে নজর রাখলেই agami Poco C50 ফোনে কী কী ফিচার থাকবে সেটার একটা আভাস পাওয়া যাবে। এই ফোনে 6.71 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে মিলতে পারে যেমনটা Poco C40 ফোনে ছিল। MediaTek বা Snapdragon কোনও একটার চিপসেট থাকবে এই ফোনে। Octa Core JLQ JR 510 চিপসেট ছিল Poco C40 ফোনে। অন্যদিকে Poco C31 ফোনটি সেপ্টেম্বরে ভারতে লঞ্চ করেছিল। এই ফোনে 4GB RAM, 5000mAh ব্যাটারি ছিল সঙ্গে MediaTek Helio G35 প্রসেসর ছিল।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile