Pixel 7a-এর বিকল্প হতে পারে এই 5 ফোন! তালিকায় থাক OnePlus 11R, Pixel 7 সহ এগুলো

Pixel 7a-এর বিকল্প হতে পারে এই 5 ফোন! তালিকায় থাক OnePlus 11R, Pixel 7 সহ এগুলো
HIGHLIGHTS

Pixel 7a ফোনটি 10 মে লঞ্চ হতে চলেছে

এই ফোনটির দাম 46,000 টাকা মতো রাখা হবে

লঞ্চ হওয়ার পর এটি কড়া প্রতিযোগিতার মুখে পড়বে একাধিক ফোনের থেকে, দেখুন এর বিকল্প কী কী

Google I/O ইভেন্টটি আগামী 10 মে অনুষ্ঠিত হতে চলেছে। এখানেই লঞ্চ হবে Google Pixel 7a। ইতিমধ্যেই এই ফোনের বিষয়ে একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে, এখন যাচাই করার পালা সেগুলোর। 

Google জানিয়েছে ভারতে এই ফোন লঞ্চ করার পর এটিকে Flipkart থেকে কেনা যাবে। 11 মে থেকে ভারতে এই ফোন উপলব্ধ হবে। এখনও এই ফোনের দাম জানা যায়নি, তবে এর পূর্বসূরিদের দাম দেখলে একটা আন্দাজ অবশ্যই পাওয়া যাবে। 

Pixel 6a ফোনটির দাম রাখা হয়েছিল 44,000 টাকা। সিঙ্গাপুর বাজারের সঙ্গে ভারতীয় বাজারের দাম এক রাখা হয়েছিল। ফলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই Pixel 7a -এর দাম 50,000 টাকার মধ্যেই হবে। 

এই ফোনটিতে ফাস্ট চার্জিং -এর সুবিধা থাকবে না। ফলে এটির একাধিক বিকল্প একই প্রাইস রেঞ্জে দেশের বাজারে পেয়ে যাবেন। Pixel 7a -এর বিকল্প কী কী হতে পারে দেখুন। 

Google Pixel 7 5G

এই ফোনে আছে 1080p রেজোলিউশন সহ Android 13 -এর সাপোর্ট। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ -এই দুটো মডেলে কেনা যায় এই ফোন। এখানে আছে Tensor G2 প্রসেসর। 

ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। আরেকটিতে আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। 

4355 mAh ব্যাটারি আছে এই ফোনে। Amazon -এ এটির দাম 44,250 টাকা। 

OnePlus 11R 5G

এই ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। আছে AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। 

দুটো স্টোরেজ মডেল আছে, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। Amazon -এ এটার দাম 39,998 টাকা। 

Alternatives of Pixel 7a

IQOO 9T 5G

এই ফোনে আছে AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট, 1500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। এখানেও দুটো স্টোরেজ মডেল আছে, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। 

অ্যান্ড্রয়েড 12 আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 13 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে এখানে। এটির দাম 44,999 টাকা। 

Xiaomi 12 Pro 5G

এই ফোনে একটি LTPO AMOLED ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এই ফোন। সঙ্গে আছে Qualcomm Snapdragon 8 Gen প্রসেসর। 

এই ফোনটি তিনটি স্টোরেজ আছে, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 48 এবং 50 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি আছে এখানে। Amazon -এ এটির দাম 44,999 টাকা। 

Alternatives of Pixel 7a

Samsung Galaxy A54 5G

এই ফোনে আছে Exynos 1380 প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 13। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ সুপার AMOLED ডিসপ্লে আছে যেখানে HDR 10+ সাপোর্ট সহ 1000 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে। এই ফোনটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্ট -এ উপলব্ধ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। 

50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে, বাকি দুটো সেন্সরে আছে 12 এবং 5 মেগাপিক্সেলের সেন্সর। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে। এটির দাম 38,999 টাকা। 

তাই আপনি যদি অত দাম দিয়ে Pixel 7a কিনতে বা চান তাহলে এগুলোকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo