ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত এই স্মার্টফোন গুলি ভারতে পাওয়া যায়

ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত এই স্মার্টফোন গুলি ভারতে পাওয়া যায়
HIGHLIGHTS

ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা সেটআপ এই সময়ের দুটি ট্রেন্ডিং ফিচার্স

এই সময় ভারতের স্মার্টফোন দুনিয়ায় ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা সেট আপ দুটি ‘হট অ্যান্ড ট্রেন্ডিং’ ফিচার্স আর বেশির ভাগ কোম্পানিই এই দুটি ফিচার্স নিজেদের ডিভাইসে রাখার চেষ্টা করে যাচ্ছে। আগে এই দুটি ফিচার্স বেশি দামি ফোনে পাওয়া যেত তবে এখন এই ফিচার্স দুটি কম দামের স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে। আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের বিষয়ে কথা বলব যে গুলিতে এই দুটি ফিচার্সই আছে।

InFocus Vision 3

এই ফোনটিতে 5.7-ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত 720×1440 পিক্সাল ডিসপ্লে আছে। আর এর সঙ্গে এতে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। আর এর স্টোরেজ 16GB ও র‍্যাম 2GB।

Honor 7X

ইউজাররা এই ফোনটিতে 5.93-ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে আছে, আর এর রেজিলিউশান 1080 x 2160 পিক্সাল। এতে 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। আর এর সঙ্গে এটি 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত।

Honor 9i

এই ফোনটিতে ইউজাররা 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাবে। আর এর সঙ্গে এতে 13MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরাও আছে। আর এর ডিসপ্লেটি 5.9-ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে যার রেজিলিউশান 1080×2160 পিক্সাল।

OnePlus 5T

ইউজাররা এই ফোনটিতে একটি 6.01-ইঞ্চির ফুল ভি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এর সঙ্গে এটি 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। এর এতে একটি 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo