মার্চে মাসে বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা একগুচ্ছ নতুন ফোন লঞ্চ করেছিল। এর মধ্যে ছিল Vivo V27, Redmi Note 12 4G, ইত্যাদি। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের এপ্রিলে OnePlus, Realme, ইত্যাদি ব্র্যান্ড তাদের নতুন ফোন বাজারে নিয়ে আসছে। দেখুন এই মাসে কোন কোন ব্র্যান্ড তাদের কোন কোন ফোন বাজারে নিয়ে আসছে। রইল প্রতিটি ফোনের খুঁটিনাটি।
এই ফোনটি চিনে লঞ্চ হতে চলেছে এপ্রিলে। 3 এপ্রিল লঞ্চ করবে এই ফোন। এই ফোনে থাকবে Snapdragon 7+ Gen 2 প্রসেসর। এটি আদতে Realme GT Neo 5 এর সাব ভ্যারিয়েন্ট। এখানে আছে –
1. 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে মিলবে 144 HZ রিফ্রেশ রেট। 2160 HZ হাইফ্রিকোয়েন্সি PWM ডিমিং থাকবে।
2. এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় মিলবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
3. 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5500 mAh ব্যাটারি থাকবে।
এই ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে এপ্রিলে। মনে করা হচ্ছে এটি Redmi Note Turbo এর রিব্র্যান্ডেড ভার্সন। কোম্পানির তরফে এই ফোনের টিজার পোস্ট করা হয়েছে। 91 মোবাইলসের তরফে জানানো হয়েছে এটি 6 এপ্রিল লঞ্চ করতে পারে। এখানে থাকবে –
1. 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি কোয়াড HD+ AMOLED ডিসপ্লে। 1400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এখানে। HDR 10+ এর সুবিধা মিলবে সঙ্গে 1920 HZ PWM ডিমিং থাকবে।
2. এখানেও Snapdragon 7+ Gen 2 প্রসেসর থাকবে।
3. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনেও। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকবে এখানে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
4. 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।
এই ফোনটিও ভারতে আসতে চলেছে। এটি Nord Buds 2 -এর সঙ্গে 4 এপ্রিল দেশে লঞ্চ করবে। এই ফোনে থাকতে চলেছে –
1. 1080X2400 পিক্সেলের রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির Full HD IPS LCD ডিসপ্লে।
2. Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে।
3. এখানেও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ। 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে এই ফোনে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
4. 67W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।
Redmi Note 12 ইতিমধ্যেই চিনে লঞ্চ করে গিয়েছে। তার সঙ্গে বিশ্ব বাজার এবং ভারতেও এসেছে এই সিরিজ। এবার এটি 5 এপ্রিল মালয়েশিয়ায় আসতে চলছে। এখানে তিনটি মডেল থাকবে, Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। টপ ভ্যারিয়েন্টটিতে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে। তবে বেস ভ্যারিয়েন্টটি বাজেট ফোন হবে বলেই জানা গিয়েছে। Pro ভ্যারিয়েন্ট দুটিতে MediaTek Dimensity 1080 প্রসেসর থাকতে চলেছে।
এটি বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে। এটি 13 এপ্রিল লঞ্চ করবে। এখানে থাকতে পারে –
1. Snapdragon 8 Gen 2 প্রসেসর। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
2. এই ফোনের ডিজাইনের সঙ্গে এটির পূর্বসূরির মিল থাকবে।
3. Pro মডেলে দুর্দান্ত ইন্টারনাল হার্ডওয়্যার থাকবে।
4. ফোনটির রিয়ার প্যানেলে RGB লাইটিং থাকবে।