Nokia 7.1 ফোনের সঙ্গে Poco F1 ফোনটির একটি তুলনামূলক আলোচনা

Updated on 10-Dec-2018
HIGHLIGHTS

HMD গ্লোবাল আর Nokia 7.1 মোবাইল ফোনে একটি নচ ডিজাইনের সঙ্গে মিড রেঞ্জের প্রিমিয়াম ডিভাইস হিসাবে লঞ্চ করা হয়েছে আর এটা দেখতে হবে যে এই ফোনটি POCO f.1 ফোনটির সামনে টিকতে পারে কিনা

কিছু দিন আগেই Nokia ভারতে তাদের Nokia 7.1 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটিতে আপনারা 5.84 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনটির দাম ভারতে 19,999 টাকা আর এই ফোনটি ভারতে অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কেনা যাবে। আর এই ফোনটির সঙ্গে আমরা যদি সাওমিরPOCO F1 ফোনটির তুলনা করে দেখি তবে দেখা যাবে যে এই ফোনটি কোম্পানির সেরা ফ্ল্যাগশিপ ফোন হিসাবে উঠে এসেছে। আর আজকে আমরা Nokia 7.1 য়ের সঙ্গে POCO f1 ফোনটির স্পেক্সের তুলনা করে দেখব, আর আপনাদের বলব যে এই দুটি ফোন একে অপরের থেকে কেমন।

আমরা যদি ডিসপ্লে ইত্যাদির বিষয়ে বলি তবে আপনারা POCO F1 ফোনটিতে একটি 6.18 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর আপনারা Nokia 7.1 ফোনটিতে একটি 5.84 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 আছে। আর এছাড়া POCO F1 ফোনটীতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 ফ্ল্যাগশিপ প্রসেসার পাবেন।

আর আমরা যদি ক্যামেরা ইত্যাদির বিষয়ে বল তবে আপনারা দুটি ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে আপনারা একটি 12MP+5MP র রেয়ার ক্যামেরা সেটআপ আছে। আর এছাড়া আমরা যদি ফ্রন্ট ক্যামেরার দিকটি দেখি তবে Nokia 7.1 ফোনটীতে আপনারা একটি 5MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে POCO F1 ফোনটিতে আপনারা একটি 20MP র ক্যামেরা পাবেন।

আর এবার শেষে আমারা দুটি ফোনের দামের বিষয়য়ে দেখব যে Nokia 7.1 মোবাইল ফোনটি অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে 19,999 টাকায় কেনা যাবে। আর এছাড়া POCO F1 ফোনটি ফ্লিপকার্টে 19,999 টাকায় কেনা যাবে।

Connect On :