পেটিএম iPhone 8 আর iPhone 8 Plus এ Rs 15,000 অব্দি ডিস্কাউন্ট দিচ্ছে

Updated on 13-Oct-2017
HIGHLIGHTS

পেটিএম ইউজাররা এই স্মার্টফোনের ওপরে Rs 9,000 এর ক্যাশব্যাক পাওয়া যেতে পারে, Yes ব্যাঙ্কের ক্রেডিট ইউজার্সরা Rs 6,000 টাকার ক্যাশব্যাক পেতে পারে, এই স্মার্টফোন গুলি গ্লাস ব্যাকের সঙ্গে আসে যা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে

Apple এর iPhone 8 আর iPhone 8 Plus স্মার্টফোনের ওপর কয়েক সপ্তাহ আগে কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মে আলাদা আলাদা অফারের সনেগ লঞ্চ করা হয়েছিল। প্রাথমিক ডিলের পরে এবার পেটিএম এই স্মার্টফোনের ওপর Rs 15,000 অব্দি ক্যাশব্যাক দিচ্ছে। পেটিএম iPhone 8 আর iPhone 8 Plus এর ওপর Rs 9,000 এর ফ্ল্যাট ক্যাশব্যাক দিচ্ছে। আর গ্রাহকরা Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সঙ্গে পেমেন্ট করলে তারা Rs 6000 এর অতিরিক্ত ক্যাশব্যাক পাছে।

এই অফার শুধু পেটিএমের ওয়েবসাইটে মোবাইল অ্যাপেই পাওয়া যাচ্ছে। ইউজার্স Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ছারাও এটি কিনতে পারে, তবে তারা Rs 6,000 এর অতিরিক্ত ক্যাশব্যাক পাবেনা। দুটি অফার মিলিয়ে মোট ক্যাশব্যাক Rs 15,000’র ই হবে। Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাওয়া Rs 6,000 এর ক্যাশব্যাক 20 নভেম্বরের আগে ইউজার্সরা পেটিএম ওয়ালেটে পেয়ে যাবে। আর সেখানে Rs 9,000 এর ক্যাশব্যাক কেনার 24 ঘন্টার মধ্যে ইউজার্সরা পেয়ে যাবে।

পেটিএমে iPhone 8 এর 64GB ভেরিয়েন্টের দাম Rs 61,700 যা Rs 9,000 ক্যাশব্যাকের পরে Rs 52,700 হয়ে যাবে। এছাড়া iPhone 8 Plus এর 64GB ভেরিয়েন্টের দাম Rs 70,195 যা পেটিএমে Rs 9,000 ক্যাশব্যাকের অফারের পরে Rs 61,195 হয়ে যাবে।

পেটিএমে iPhone 8 আর iPhone 8 Plus এর 256GB ভেরিয়েন্টের দাম ক্রমশ Rs 74,870 আর Rs 85,749। গ্রাহকরা এই আইফোনগুলি Rs 9,000 এর ক্যাশব্যাকের পরে Rs 65,870 আর Rs 76,749’র দামে কিনতে পারবে। আর আপনি যদি Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজার হন তবে আপনি Rs 6,000 ‘র ক্যাশব্যাকও পেতে পারেন। 

Connect On :