আজকের এই সেরা ফিচার ফোনের তালিকায় নোকিয়ার ফোনও জায়গা করে নিয়েছে
এই সময়ে যদিও স্মার্টফোনের যুগ। তবে এখনও অনেকে নিজেদের কাছে একটি ফিচার ফোন রাখতে চান। আর আমরা অনেক সময়েই বুঝতে পারিনা যে একটি ভাল ফিচার ফোন কোথা থেকে কেনা যেতে পারে। আর তাই আজকে আমরা আপনাদের কাছে পেটিএমমলের এই ডিলের তালিকায় কিছু সেরা ফিচার ফোনের ডিলের খবর নিয়ে এসেছি। আসুন তবে দেখা যাক যে এই ডিলে আজকে কী ধরনের ফিচার ফোনের ওপরে কেমন ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
jivi 12m (pack of two )
আজকে এই ফিচার ফোনের প্যাকটি আপনারা পেটিএমমলে মাত্র 1,499 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 1,798 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে আপনারা যদি SAVE5 প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে এই ফোনের পেয়ারটি আপনারা আজকের সেলে মাত্র 1,377 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।
IPLUS I-3 (WHITE & GOLD)
আজকে এই ফিচার ফোনটি সাদা কালোর কম্বিনেশানে মাত্র 799 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 899 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে অ্যামেরিকান এক্সপ্রেস কার্ড আর কোডাক ক্রেডিট কার্ড ব্যাবহার করে কিনলে এতে 10% য়ের ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
MTECH L55 (Black)
আজকে এই ফিচার ফোনটি পেটিএমমলে আপনারা মাত্র 849 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 1,399 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
Ikall K71-setof4
আজকে এই ফিচার ফোনটি আপনারা সাইটে মাত্র 1,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 2,796 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি MOBFESTIVE15 প্রোমোকোড ব্যাবহার করে কিনেল ক্যাশব্যাকের পরে এটি আপনার মাত্র 1,274 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Nokia 3310 Dual SIM Dark Blue 2017
নোকিয়ার এই ডুয়াল সিমের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 3,349 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 3,979 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি যদি আপনারা SAVE5 প্রোমোকোড ব্যাবহার করে কেনেন তবে এটি আপনারা মাত্র 3,182 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।
Nokia 105 Black 2017
নোকিয়ার আরও একটি ফিচার ফোন আজকের এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এটি আজকে আপনারা এখানে মাত্র 1,045 টাকায় কিনতে পারবনে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে সাইটে এই ফোনটির আসল দাম 1,399 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি যদি SAVE5 প্রোমোকোডের মাধ্যমে কিনলে আপনারা এটি ক্যাশব্যাকের মাধ্যমে 993 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।