digit zero1 awards

Paytm Mall মহাক্যাশব্যাকের শেষ দিনে মহা মোবাইলের ডিল

Paytm Mall মহাক্যাশব্যাকের শেষ দিনে মহা মোবাইলের ডিল
HIGHLIGHTS

আজকের এই সেলে আপনারা লেনোভো থেকে হনার সব ধরনের ব্র্যান্ডের স্মার্টফোনের ওপরে দারুন সব অফার পাওয়া যাচ্ছে

গত সপ্তাহে শুরু হওয়া পেটিএমমহা ক্যাশব্যাক অফারের আজকে শেষ দিন। আর এত দিন ধরে আপনারা যদি দারুন এই অফারের সুবিধা না নিয়ে থাকেন তবে আজকের সেলে এই অফারের সুযোগ নিতে ভুলবেন না। আজকে এই পেটিএমমল মহা ক্যাশব্যাক অফারে আপনারা দারুন সব স্মার্টফোনের ওপরে দারুন অফার পাচ্ছেন। আসুন তবে সেই সব শেষ মুহূর্তের দারুন অফার গুলি একবার দেখে নেওয়া যাক।

Lenovo K8 Plus 

লেনোভোর এই 32GB স্টোরেজ অপশানের স্মার্টফোনটি আপনারা আজকের সেলে মাত্র 8,399 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 11,999 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে আপনারা যদি পেটিএমমলের MOB12 প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে আপনারা ক্যাশব্যাকের পরে এই ফোনটি মাত্র 7,391 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

Oppo F9

আজকে এই নচ যুক্ত দারুন দেখতে ওপ্পোর ফোনটি আপনারা এই সেলে মাত্র 23,990 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে যদি আপনারা MOBFESTIVE2500 প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে ক্যাশব্যাকের পরে এটি আপনারা মাত্র 21,490 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 25,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 9 Lite

আজকে এই 64GB স্টোরেজের দারুন হনার ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 13,888 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি যদি আপনারা আজকে এখানে MOBEFESTIVE18 প্রোমোকোড ব্যাবহার করেন তবে আপনারা এটি মাত্র 11,388 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 16,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Moto G6 Play

5.7 ইঞ্চির এই 32GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 10,969 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম বলা হয়েছে 12,999 টাকা। আর এই ফোনটি আপনারা আজকের সেলে MOBEFESTIVE18 প্রোমোকোডের মাধ্যমে কিনলে মাত্র 8,995 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Honor 7C

আজকে এই হনার ফোনটি আপনারা 32GB স্টোরেজ অপশানে নিজের করতে পারবেন। আর এই ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 10,698 টাকায় কিনতে পারবেন। আর এরা আসল দাম সাইটে 12,999 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে যদি MOBEFESTIVE15 প্রোমোকোড ব্যাবহার করেন তবে আপনারা এটি মাত্র 9,093 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

LG Q Stylus Plus 

আজকে এই LG র ফোনটি আপনারা এই সেলে মায়ত্র 21,990 টাকায় নিজের করতে পারবেন। আর এর সঙ্গে যদি আপনারা এতে MOBEFESTIVE7K প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে আজকে আপনারা এটি মাত্র 14,990 টাকায় কিনতে পারবনে। আর এর আসল দাম সাইটে 24,000 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Vivo Y81

এই ফোনটি আজকের সেলে আপনারা 13,490 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 14,990 টাকা বলা হয়েছে। আর এটিতে আপনারা যদি MOBFESTIVE1400 প্রোমোকোড ব্যাবহার করেন তবে আপনারা এটি আজকের সেলে ক্যাশব্যাকের পরে 12,090 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo