digit zero1 awards

শুরু হল Paytm মহাক্যাশ ব্যাক অফার, স্মার্টফোনের ওপরে দারুন ডিল এসে গেছে

শুরু হল Paytm মহাক্যাশ ব্যাক অফার, স্মার্টফোনের ওপরে দারুন ডিল এসে গেছে
HIGHLIGHTS

আজকের এই সেলের প্রথম দিন আর এই সেল চলবে 15 অক্টোবর পর্যন্ত

ভারতে উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। আর এই সময়ে বিভিন্ন ই-কমার্স সাইট বিভিন্ন সেরা ডিলের অফার নিয়ে আসে। আর আজকে Paytm মল মহাক্যাশব্যাক সেল শুরু হয়েছে। আর এই সেল 15 অক্টোবর পর্যন্ত চলবে। আর এই সেলে আপনারা বেশ কিছু মোবাইল ভাল অফারের সঙ্গে কিনতে পারবেন। আর এই অফারে ICICI ব্যাঙ্কের ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 10% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর এই ফোন গুলি মান্থলি ইন্সটলমেন্টেও কেনা যাবে। তবে আসুন দেখা যাক যে এই দারু অফারের সময়ে পেটিএম আজকে কী অফার নিয়ে এসেছে।

Honor 9 Lite এই ফোনটির 128 GB ভেরিয়েন্টেটিও আপনারা আজকের এই সেলে 15% ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর এর সঙ্গে 2000 টাকা পর্যন্ত বোনাস ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির সঙ্গেও ICICI ব্যাঙ্কের কার্ডের অফারটিও আছে। এখান থেকে কিনুন।

Lenovo K8 Plus ফোনটির 32GB ভেরিয়েন্টের ওপর 2001 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে আর এটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 10% ক্যাশব্যাকের অফার পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

Lenovo K8 Note এই ফোনটির 64GB ভেরিয়েন্টের ওপরে 1940 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এটি এই অফারে মাত্র 6790 টাকয় কেনা যাবে। এখান থেকে কিনুন।

Oppo F9 Pro ফোনটির 6GB/64GB ভেরিয়েন্টের ওপরে পেটিএম 2500 টাকার ক্যাশব্যাক অফার করছে। আর এর সঙ্গে এই অফারে 3000 টাকা পর্যন্ত লাভ পাওয়া যাচ্ছে। আর এটি এই সব অফারের পরে কিনলে 16100 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

Vivo V7 ফোনটির 32GB ভেরিয়েন্টের ওপরে 2598 টাকার ক্যাশব্যাকে পাওয়া যাচ্ছে আর এটি এই অফারের পরে 9093 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন। 

Samsung Galaxy এই স্যামসাংফোনটি আপনারা এই সেলে মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন। 

Moto E5 Plus য়ের 32GB ভেরিয়েন্টটি সেলের সময়ে আপনারা মাত্র 10,299 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo