আজকের এই সেরা ডিলে আপনারা লেনোভো থেকে শুরু করে আইফোনের অনেক ভেরিয়েন্টের ওপরে দারুন অফার পাবেন
পেটিএমমল প্রায়ই দারুন সব অফার নিয়ে আসে। আর এই অফারে আপনারা দারুন সব স্মার্টফোনের ওপরে দারুন অফার পাবেন। আর আজকের এই সেলে লেনোভোর স্মার্টফোনের সঙ্গে আপনারা দারুন আইফোনও ডিস্কাউন্ট আর ক্যাশব্যাকের সঙ্গে পাবেন। আর আসুন তবে আজকের এই সেরা ডিলের অফার গুলি ভাল করে দেখেনি।
Lenovo K8 Note
আজকের ডিলে এই লেনোভোর স্মার্টফোনটি আপনারা মাত্র 8,999 টাকায় কিনতে পারবনে। এর আসল দাম সাইটে 13,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি MOB12 প্রোমোকোডের মাধ্যমে যদি কেনেন তবে আপনারা এটি মাত্র 7,919 টাকায় কিনতে পারবেন। আর এটি আজকের সেলে আপনারা মাত্র 32GB ভেরিয়েন্টে ভেমান ব্ল্যাক কালারে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Coolpad Note 8
এই কুলপ্যাডের ফোনটি আপনারা মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 11,999 টাকায় বলা হয়েছে। আর এটি যদি আপনারা আজকের সেলে MOB2000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটি আপনারা 7,999 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iPhone 6
আজকে এই অ্যাপেলের আইফোনটি আপনারা মাত্র 24,389 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 31,900 টাকা বলা হয়েছে। আর এটি যদি আপনারা মাত্র MALLFESTIVE3500 প্রোমোকোড অ্যাপলাই করে কেনেন তবে এটি আপনারা মাত্র 20,889 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Google Pixel Pixel 2 XL
এই গুগলের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 44,088 টাকায় কিনতে পারবেন, আর এর আসল দাম 45,499 টাকা বলা হয়েছে আর MOBFESTIVE4K প্রোমোকোডের মাধ্যমে কিনলে আপনারা মাত্র 40,088 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iPhone XS Max
আজকে এই আইফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা আজকের সেলে মাত্র 1,23,497 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 1,24,900 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে যদি আপনারা যদি IPH7000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে আজকের সেলে এই ফোনটি আপনারা মাত্র 1,16,497 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
iPhone XS
আজকে এই আইফোনের সব কটি ভেরিয়েন্টের ওপরেই পেটিএম মলে দারুন ডিস্কাউন্ট আর ক্যাশব্যাকের অফার পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন করা হতে পারে, আর সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।