পেটিএমমলে আজকে এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Updated on 21-Nov-2018
HIGHLIGHTS

আজকে পেটিএম মল ওপ্পো থেকে মি সব ধরনের ফোনে দারুন ডিস্কাউন্ট আর ক্যাশব্যাকের অফার দিচ্ছে

আপনারা যদি একটি দারুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তবে আজকে আপনাদের জন্য পেটিএমমল দারুন একটি অফার নিয়ে এসেছে। আজকে পেটিএমমল থেকে দারুন সব স্মার্টফোনের ওপরে দারুন সব অফার পাওয়া যাচ্ছে। আপনারা এই তালিকায় ওপ্পো থেকে মি সব ধরনের ফোন পাবেন। আর আজকে এখানে আপনারা ফোনে ডিস্কাউন্টের সঙ্গে ক্যাশব্যাকের অফারও পাচ্ছেন। তবে আসুন দেখা যাক আজকে কোন ফোনে কেমন অফার দিচ্ছে পেটিএমমল।

Oppo F9 Pro 64 GB

আজকে আপনারা এই ওপ্পোর ফোনটি পেটিএমমল থেকে ডিস্কাউন্টের পরে 23,990 টাকায় কিনতে পারবেন। আর এটি আপনারা স্টারি পার্পেল কালারে কিনতে পারবেন। আর এর সঙ্গে যদি আপনারা এটি MOB2000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটি আপনারা ক্যাশব্যাকের পরে মাত্র 21,990 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Mi Redmi Note 5 Pro

আজকে আপনারা এই সাওমি রেডমি নোট 5 প্রো ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টটি মাত্র 14,999 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 15,999 টাকা বলা হয়েছে আর এই ফোনটি আপনারা যদি এখানে MOBFESTIVE10 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটি আপনারা ক্যাশব্যাকের পরে মাত্র 13,499 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J8

আজকে এই স্যামসাংয়ের ফোনটি আপনারা এখানে মাত্র 16,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির আসল দাম সাইটে 19,990 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা আজকে SAM1500 প্রোমোকোডের মাধ্যমে কিনলে ক্যাশব্যাকের পরে মাত্র 15,490 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

Moto G6

আজকে এই মোটোরোলার ফোনটি আপনারা এখান থেকে ইন্ডিগো ব্লু কালারে 64Gb স্টোরেজ ভেরিয়েন্টে 12,584 টাকায় কেনা যেতে পারে। আর এই ফোনটির আসল দাম 17,990 টাকা বলা হয়েছে। আর এটি যদি আপনারা MOB12 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটি ক্যাশব্যাকের পরে মাত্র 11,074 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A6

এই স্যামসাংয়ের ফোনটি আপনারা আজকে ডিস্কাউন্টের পরে পেটিএম মল থেকে মাত্র 18,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটেএর আসল দাম 25,600 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :