Paytm মল এই ডিভাইস গুলির ওপর ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার দিচ্ছে

Updated on 21-Aug-2018
HIGHLIGHTS

এখানে সেই সব স্মার্টফোন আছে যার ওপর ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে

অনেক সময়েই পেটিএম মলে বেশ ভাল ডিস্কাউন্টে অনেক জিনিস কেনা যায় আর এর সঙ্গে অনেক জিনিসের ওপরে ক্যাশব্যাকও পাওয়া যায়। আর এভাবে ক্যাশব্যাক আর ডিস্কাউন্টের সঙ্গে বেশ কিছু স্মার্টফোন পেটিএম মলে কেনা জাচ্ছে। আর আপনারা যদি নতুন একটি স্মার্টফোন কিনতে চান তবে এর জন্য ভাল ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। আর এই অফারের সুযোগ পেতে চাইলে আপনারা একবার এই অফার গুলি দেখে নিতে পারেন। আসুন তবে দেখা যাক আজকে কিসের ওপর কেমন অফার পাওয়া যাচ্ছে।

Nokia 6.1 32GB

Nokia 6.1 স্মার্টফোনটির দাম পেটিএমে 15,789 টাকা রাখা হয়েছে কিন্তু NOKIA 12 প্রমো কোড ব্যাবহার করে এই ডিভাইসটি 13,680 টাকায় কেনা যাবে। আর এই ডিভাইসটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন।

Moto G6 Play

Moto G6 Play স্মার্টফোনটির দাম Paytm মলে 11,975 টাকা বলা হয়েছে আর এটি MOB13 প্রোমোকোডের মাধ্যমে কেনা হ্লে 10,418 টাকায় কেনা যাবে। এর র‍্যাম 3GB আর স্টোরেজ 32GB। এখান থেকে কিনুন।

Honor 7C 32GB

Honor 7C স্মার্টফোনটির দাম এমনিতে 11,193 টাকা আর এটি MOB12 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 9850 টাকায় কেনা যাবে। আর এই ডিভাইসে র‍্যাম 3GB আর স্টোরেজ 32GB। এখান থেকে কিনুন।

Gionee A1 64GB

Gione A1 স্মার্টফোনটির দাম 12,777 টাকা আর এটি MOB10 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 11,499 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনটির র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এখান থেকে কিনুন।

Lenovo K8 Note

এই স্মার্টফোনটি এমনিতে Paytm মলে 12,840 টাকা দাম বলা হয়েছে আর এটি MOB12 প্রোমোকোডের মাধ্যমে এখান থেকে কিনলে 11,299 টাকায় কেনা যাবে। আর এই ফোনের র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এখান থেকে কিনুন। এখান থেকে কিনুন।

Moto E5 Plus

Moto E5 Plus স্মার্টফোনটির দাম এমনিতে 11,999 টাকা আর এটি এখানে MOB13 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 10,439 টাকায় কেনা যাবে। আর এই ফোনের র‍্যাম 3GB আর এর স্টোরেজ 32GB। এখান থেকে কিনু্ন। এখান থেকে কিনুন।

Oppo F3

Oppo f3 স্মার্টফোনটি এমনিতে 16,990 টাকা দামের আর এটি পেটিএমমল থেকে কিনলে MOB10 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 15,291 টাকায় কেনা যাবে। এই ফোনের র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB । এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :