পেটিএম মলে এল দ্যা গ্র্যান্ড এসচেঞ্জ ফেস্ট

Updated on 25-Jun-2019
HIGHLIGHTS

এই সুযোগ 27 জুন পর্যন্ত পাওয়া যাবে

এখানে 7000 টাকা পর্যন্ত পেটিএম ক্যাশব্যাক পাওয়া যেতে পারে

এক্সচেঞ্জ বোনাস 6000 টাকার বেশিও পাওয়া যেতে পারে

আজকে ইকমার্স সাইটে পেটিএমে দারুন এক্সচেঞ্জ অফারের সুযোগ এসেছে। এই অফারে আপনারা এক্সচঞ্জে বোনাস 6000 টাকা পর্যন্ত পেতে পারেন আর এর সঙ্গে 7000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ ও আছে। এর সঙ্গে আছে নিয়মিত এক্সচেঞ্জ ভ্যালু আর নো কস্ট EMI র সুযোগ। আর এই অফার আগামী 27 জুন পর্যন্ত চলবে।

এখানে আপনারা আজকে কম দামে যেমন অ্যাপেল আইফোন কিনতে পারবেন তেমনি পাবেন স্যামসাং বা ভিভোর দারুন সব ফোনও। তবে আর দেরি কিসের আসুন এই সব ফোনের দারুন ডিল গুলি একবার দেখে নেওয়া যাক।

Vivo V11 Pro

আজকে আপনারা এই ভিভোফোনটি এখানে মাত্র 23,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 28,990 টাকা বলা হয়েছে। এটি আপনারা 64GB স্টোরেজ ভেরিয়েন্টে স্টেরি নাইট ব্ল্যাক কালারে কেনা যাবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এখান থেকে কিনুন।

Apple iPhone XR

আপনারা এই অ্যাপেলের আইফোনটি আজকে এখানে মাত্র 59,374 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে আছে ক্যাশব্যাকের অফার যা 4500 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট অফার করছে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে সাইটে এর আসল দাম 76,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A50

আপনারা আজকে এই স্যামসাং ফোনটি এখান থেকে কিনলে মাত্র 18,490 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 21,000 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। এখান থেকে কিনুন।

OPPO F11 Pro

6GB র‍্যাম যুক্ত এই ফোনটি আপনারা আজকে এখানে 20,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 28,990 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 3600 টাকার সর্বাধিক ক্যাশব্যাকে কিনতে পারবেন আর এর সঙ্গে আপনারা এই ফোনটি ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে আরও এক্সট্রা ক্যাশব্যাকের সুযোগ ও পেতে পারেন। এখান থেকে কিনুন।

Oppo F9 Pro

আপনারা এই 64GB স্টোরেজ যুক্ত ওপ্পোর ফোনটি এখান থেকে কিনলে মাত্র 17,990 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 25,990 টাকা বলা হয়েছে। এটিও ইয়েস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে আপনারা এটি এক্সট্রা ক্যাশব্যাকে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :