আজকের এই সেলে আপনারা অনেক অ্যাপেলের প্রোডাক্ট কম দামে কিনতে পারবেন
এই সময়ে পেটিএমের সেল শুরু হয়ে গেছে আমরা সবাই জানি যে এই সেল চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। আর এই সেলের এবার শুধুই যে কিছু স্মার্টফোনের ওপর দারুন অফার এনেছে তা নয়। এর সঙ্গে এই স্পেশাল ডিলের সময়ে আপনারা এই সেলের সুযোগে বেশ কিছু অ্যাপেল ডিভাইসের ওপরে দারুন অফার পাবেন। আর আপনারা যদি Apple ডিভাইসের ফ্যান হন তবে আজকে আপনাদের জন্য দারুন সুযোগ এসেছে। আসুন দেখা যাক যে আজকে কোন কোন অ্যাপেল ডিভাইসের ওপরে পেটিএমমল কেমন অফার দিচ্ছে।
Apple Airpods য়ের ওপর সেরা ডিল
আপান্রা যদি আইফোনের সঙ্গে ইয়ারপড নিতে চান তবে আজকে আপনাদের জন্য সেই বিষয়ে দারুন অফার নিয়ে এসেছে অ্যাপেল। আপনারা পেটিএমমহা ক্যাশব্যাক সেলে Apple Airpods প্রায় 12,000-13000 টাকার মধ্যে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iMac য়ের ওপর দারুন ডিল
আপনারা যদি অ্যাপেলের ডেক্সটপ নিতে চান তবে অ্যাপেল আইম্যাক আপনাদের পছন্দের ডিল হবে। আপনারা এটি এখানের এই সেলে 1,23,000 টাকার বদলে 1,07,999 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iPhone 6 য়ের ওপরে সেরা ডিল
আপনারা যদি একটি আইফোন কিনতে চান তবে আজকে Apple iPhobne 6 আপনারা এখানে এই সেলে 14,000 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Apple iPhone 8 য়ের ওপরে সেরা ডিল
আজকে আপনারা Apple iPhone 8 পেটিএমের মহা ক্যাশব্যাক অফারে 64GB ভেরিয়েন্টটি 45,000 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iPhone 8 Plus য়ের ওপর সেরা ডিল
এই অ্যাপেলের আইফোনটি আজকে আপনারা বেশ কম দামে কেনা যাবে। এখান থেকে কিনুন।
Apple iPhone X য়ের ওপরে সেরা ডিল
এই আইফোনটি আপনারা প্রায় 12,000 টাকার ক্যাশব্যাকে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।