digit zero1 awards

পেটিএমমহা ক্যাশব্যাকে iPhone য়ের ওপরে পান দারুন সব অফার

পেটিএমমহা ক্যাশব্যাকে iPhone য়ের ওপরে পান দারুন সব অফার
HIGHLIGHTS

আজকের এই সেরা আইফোনের ডিলে আপনারা আইফোন 7 থেকে শুরু করে X বা আরও অনেক রকমে দারুন সব আইফোনে দারুন অফার পাবেন

পেটিএমমহাক্যাশব্যাক অফারের শেষ দিনে দারুন সব আইফোনের ওপরে দারুন সব অফার নিয়ে হাজির হয়েছে পেটিএমমল। এই তালিকায় আইফোন 7 থেকে X সবাই নিজের জায়গা করে নিয়েছে। আর এর সঙ্গে এই ফোন গুলির ওপরে দারুন ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে।

আর তাই অনেক দিন ধরেই যদি একটি দারুন আইফোন নিজের করার কথা ভাবছিলেন তবে আজকের এই ডিলে আপনারা সেই সব দারুন আইফোনের ওপরে ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক অফার পান আর নিজের আইফোন কেনার ইচ্ছে পূরণ ও করতে পারবেন।

Apple iPhone 7

আজকে এই আইফোনটি আপনারা পেটিএমের দারুন সেলে মাত্র 40,879 টাকায় নিজের করতে পারবেন। আর এর সঙ্গে এই সেলে আপনারা যদি এর ওপরে MALLFESTIVE7K প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে আজকের সেলে এটি আপনারা ক্যাশব্যাকের মাধ্যমে মাত্র 40,879 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 52,370 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Apple iPhone 8 Plus

আপনারা যদি আজকে আরও একটি দারুন অ্যাপেলের আইফোন কিনতে চান তবে আজকের সেলে আপনারা এই আইফোনটি মাত্র 83,999 টাকায় নিজের করতে পারবেন। আর এর সঙ্গে আপনারা যদি MOBFESTIVE13500 প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে আপনারা ক্যাশব্যাকের পরে এটি মাত্র 70,499 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Apple iPhone X

এই অ্যাপেল আইফোনের 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা আজকের সেলে মাত্র 89,358 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আস ল দাম 95,390 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে আপনারা যদি MOBFESTIVE20K প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে ক্যাশব্যাকের পরে এটি আপনারা এই দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Apple iPhone

অ্যাপেলের এই আইফোনটি আপনারা 30,390 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 42,900 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি যদি আপনারা MOBFESTIVE7K প্রোমোকোড অ্যাপলাই করে মাত্র 23,390 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

Apple iPhone SE

আজকে এই আইফোনটি আপনারা এখানে মাত্র 19,980 টাকায় কিনতে পারবেন। আর এই আইফোনটির আসল দাম সাইটে 40,000 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Apple iPhone 6

আপনারা যদি আজকের সেলে এই iPhone 6 32GB ভেরিয়েন্টটি কিনতে চান তবে এটি আজকের সেলে মাত্র 24,399 টাকায় কেনা যাবে। আর এর সঙ্গে এই ফোনটিতে যদি IPH6000 প্রোমোকোড ব্যাবহার করা হয় তবে এটি ক্যাশব্যাকের পরে 18,399 টাকায় নিজের করা যাবে। আর সাইটে এর আসল দাম 31,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo