অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 নিয়ে ভারতে একটি সস্তার 4G VoLTE স্মার্টফোন লঞ্চ হল

Updated on 17-Nov-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 1 GB র্যা ম আর 16 GB স্টোরেজ আছে যা 128 GB পর্যন্ত বাড়ানো যায়, এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0তে চলে

প্যানাসনিক নিজেদের পি-সিরিজকে 'P91' নামের স্মার্টফোনটি লঞ্চ করে আর এক্সপেন্ড করেছে। এই ফোনটির দাম ৬,৪৯০ টাকা। এটি একটি 5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আর 8 MP রেয়ার আর 5 MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত।

এই স্মার্টফোনটিতে 1 GB র‍্যাম আর 16 GB স্টোরেজ আছে যা 128 GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0তে চলে।

প্যানাসনিক ইন্ডিয়া-মোবিলিটি ডিভিজানের বিজনেস হেড পঙ্কজ রানা বলেছেন, “'P91' এর সঙ্গে আমরা ভাল ফিচার্সও দিয়েছি। আমাদের নতুন এই স্মার্টফোনটিতে ভাল সাউন্ড কোয়ালিটি, নন-হাইব্রিড সিম স্লট আর আকর্ষণীয় ব্যাক ফিনিসিং আছে”।

কোম্পানি বলেছে যে এই নতুন ফোনটিতে একটি 2500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

প্যানাসনিকের নতুন 'P91' ফোনটি তিনটি রঙে প্যানাসনিকের সমস্ত অফিসিয়াল দোকানে কিনতে পাওয়া যাবে।

Connect On :