পরিচিত ইলেকট্রনিক্স কোম্পানি প্যানাসনিক তাদের এলুগা সিরিজের অন্তর্গত একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার তোরজোড় শুরু করে দিয়েছে। Panasonic Eluga I3 Mega কে Panasonic ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে।
এই ডিভাইসটিকে মেটাল বডি দেওয়া হয়েছে আর এতে 2.5D কার্ভড IPS ডিসপ্লে আছে। এই ডিভাইসে 4,000mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।
আরও দেখুনঃ Nokia 9 এ 8GB র্যাম থাকবে
এই ডিভাইসটিতে 3GB ‘র রায়ম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এর রেয়ার ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। কানেক্টিভিটির জন্য এটিতে 4G VoLTE, USB OTG, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ 4.0 আর GPS আছে।
আরও দেখুনঃ Apple iPhone 6 32GB ভাল ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে
আরও দেখুনঃ Asus ZenPad 3S 8.0 অ্যান্ড্রয়েড নৌগাট আর 4680mAh এর ব্যাটারির সঙ্গে আসছে