Panasonic Eluga I3 Mega অফিসিয়ালি ভারতে লঞ্চ হল

Panasonic Eluga I3 Mega অফিসিয়ালি ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

ভারতে এর দাম করা হয়েছে Rs. 11,490

Panasonic Eluga I3 Mega  স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হল। ভারতে এই ফোনটির দাম Rs. 11,490 রাখা হয়েছে। ভারতে এই স্মার্টফোনটি কোম্পানির নিজস্ব স্টোরে কিনতে পাওয়া যাবে।

Panasonic Eluga I3 Mega এর ফিচার্স এবার দেখে নেওয়া যাক, এটিতে 4000mAh এর ব্যাটারি আছে। এটি মেটাল বডির স্মার্টফোন। এতে 5.5-ইঞ্চির HD IPS ডিসপ্লেও দেওয়া হয়েছে। এটি 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত। এটিতে 1.3GHz কোয়াড কোর আর মিডিয়াটেক MTK6735 প্রসেসার এর সঙ্গে 3GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটিতে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

এটিতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে। এটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি শ্যামপেন গোল্ড আর সিলভার রঙে কিনতে পাওয়া যাবে। এর থিকনেস 9.4mm আর এর ওজন 180 গ্রাম। এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে। এর ব্যাটারি 4000mAh এর। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo