Panasonic Eluga A4 স্মার্টফোনটিতে 3GB র‍্যাম আর 5000mAh এর ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে, এর দাম Rs 12,490

Updated on 06-Nov-2017
HIGHLIGHTS

Panasonic Eluga A4 অফলাইন স্টোর্সের জন্য লঞ্চ করা হয়েছে, এই ডিভাইসটি ভারতের Panasonic এর আসল ডিলারদের মাধ্যমে কেনা যেতে পারে

Panasonic ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Panasonic Eluga A4 লঞ্চ করেছে। এই ডিভাইসটির সব থেকে বড় স্পেশালিটি এর 5000mAh এর ব্যাটারি। এই ডিভাইসটির দাম Rs 12,490 আর এটি Xiaomi Redmi Note 4  আর Moto G5S  এর মতন স্মার্টফোনকে প্রতিযোগিতায় ফেলবে।

Panasonic Eluga A4 স্মার্টফোনটি 1.25GHz  কোয়াড-কোর প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 32GB। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে   128GB অব্দি বাড়ানো যেতে পারে। এই স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির HD 720p ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে।

Eluga A4 ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। আর এর সঙ্গে এই ডিভাইসটিতে সেলফির জন্য 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে GPS, VoLTE, Wi-Fi, ব্লুটুথ, 4.2, আর USB OTG আছে। Eluga A4 কোম্পানির ARBO পার্সোনাল ডিজিটাল যুক্ত আর এই ডিভাইসটি প্যানাসনিকের অথরাইসড ডিলারদের কাছে পাওয়া যাবে।

সম্প্রতি প্যানাসনিক Eluga I4 স্মার্টফোনটি লঞ্চ করেছিল, যার দাম Rs 8,290। এই স্মার্টফোনটি মিডিয়াটেকের 1.25Ghz কোয়াড কোর প্রসেসার, 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। Eluga I4 ফোনটিতে 2.5D কার্ভড স্ক্রিনের সঙ্গে 5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে। এছাড়া এই ফোনটিতে 8MP’র রেয়ার ক্যামেরা আছে যা অটো-ফোকাস যুক্ত আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5MP’র আর এই ডিভাইসের ব্যাটারি 3000mAh।

Connect On :