16:9 ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল Panasonic Eluga 800

16:9 ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল Panasonic Eluga 800
HIGHLIGHTS

সম্প্রতি প্যানাসনিক তাদের লেটেস্ট ফোন Eluga 800 ভারতে লঞ্চ করেছে এটি অক্টা কোর SoC যুক্ত, আর এই ফোনটিতে এই বাজেটে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে

হাইলাইট

  • ভারতে 9,999টাকায় এই ফোনটি লঞ্চ হয়েছে
  • এই ফোনে অক্টা কোর SoC আছে
  • এই ফোনটি গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে

 

Panasonic Eluga 800 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অক্টা কোড় SoC র সঙ্গে ফুল HD ডিসপ্লে 16:9 ডিসপ্লের সঙ্গে ঞ্চ করা হয়েছে। এই ফোনে AI নির্ভর আরবো হাব অ্যাসিস্টেন্ট আছে আর এই Eluga 800 ফোনে আপনারা 13 মেগাপিক্সালের অটোফোকাস রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সলাএর সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি একটি 4G VoLTE ফোন। আর এই ফোনটি 64GB অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করছে। আর ফোনে ডুয়াল সিম আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

Panasonic Eluga 800 ফোনের ভারতীয় মূল্য

ভারতে এই Panasonic Eluga 800 ফোনটি 9,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে ইউজার্সরা ইকমার্স প্ল্যাটফর্মের সঙ্গে অফলাইনেও কিনতে পারবেন। আর এই ফোনটি শুধু গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে।

Panasonic Eluga 800 ফোনটির স্পেসিফিকেশান

ডুয়াল সিমের Panasonic Eluga 800 ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে একটি 5.5 ইঞ্চির ফুল GHD(1080x1920p) ডিসপ্লে যা 16:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনটি অক্টা কোর SoC আছে আর তা 1.8Ghz যুক্ত। আর এই ফোনে 4GB র‍্যাম আছে। এই ফোনটিতে 13Mp র ক্যামেরা সেন্সারের সঙ্গে ফ্রন্টে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Panasonic Eluga 800ফোনটিতে 64GB অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর কানেক্টিভিটিতে এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB port আছে আর এই ফোনে accelerometer, ambient light sensor, fingerprint sensor আর প্রক্সিমেটারি আছে। এই ফোনে আপনারা একটি 4,000mAh য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo