লঞ্চ হওয়ার পর থেকে এখনও অব্দি Xiaomi Mi Max, 3 মিলিয়ান বিক্রি হয়েছে

লঞ্চ হওয়ার পর থেকে এখনও অব্দি Xiaomi Mi Max, 3 মিলিয়ান  বিক্রি হয়েছে
HIGHLIGHTS

লঞ্চ হওয়ার দুমাসের মধ্যেই এই ফোনটির 1.5 মিলিয়ান ইউনিট সেল হয়ে গেছিল

মোবাইল ডিভাইস তৈরির কোম্পানি সাওমি জানিয়েছে যে Xiaomi Mi Max লঞ্চ হওয়ার লঞ্চ হওয়ার পর থেকে এখনও অব্দি 3 মিলিয়ান ইউনিট সেল করে ফেলেছে। এই স্মার্টফোনটি গত বছর মে মাসে লঞ্চ করা হয়েছিল, লঞ্চ হওয়ার দুমাসের মধ্যে এই ফোনটির 1.5 মিলিয়ান ইউনিট সেল হয়ে গেছিল।

আপনাদের মনে করিয়ে দি যে গতকাল Xiaomi Mi Max 2 কে বাজারে আনা হয়েছে, যা বাজারে উপস্থিত Xiaomi Mi Max এর জায়গা নিয়েছে। Xiaomi Mi Max 2 তে ফুল মেটাল বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 6.4-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625  প্রসেসার যুক্ত আর এতে অ্যাড্রিনো 506GPU আছে। এতে 4GB র‍্যাম আর 64GB/128GB’র ইন্টারনাল স্টোরেজের অপশন আছে।

Xiaomi Mi Max 2 তে 12 মেগাপিক্সালের সোনি  IMX386 রেয়ার সেন্সার f/2.2 অ্যাপার্চার, 1.25  মাইক্রোন আর ফেস ডিটেকশন অটোফোকাসের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 5  মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা f/2.0 অ্যাপার্চার আর 85 ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। এটি USB টাইপ- C পোর্ট যুক্ত। এতে IR ব্লাস্টারও দেওয়া হয়েছে যাকে ইউনিভার্সাল রিমোটের মতন ব্যবহার করা যেতে পারে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1  নৌগাটের MIUI 8তে কাজ করে। এতে 5300mAh এর ব্যাটারি আছে। এটি কুইক চার্জ 3.0  সাপোর্ট করে। এটি হাইব্রিড ডুয়াল সিম, , 4G VoLTE, ওয়াই-ফাই, GPS + GLONASS, ব্লুটুথ 4.2, NFC, USB টাইপ C এর মতন কানেক্টিভিটি ফিচার্স আছে। এর সাইজ 174.1 x 88.7 x 7.6mm  আর এর ওজন 211 গ্রাম।   

Digit.in
Logo
Digit.in
Logo