Oppo -এর তরফে কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে Oppo A58 4G ফোনটি। অন্যদিকে Samsung -এর তরফে নিয়ে আসা হয়েছে Samsung Galaxy F34 5G ফোনটিকে। দুটি ফোনের দামই 20,000 টাকার মধ্যে, কিন্তু ফিচারের নিরিখে সেরা কোন ফোন?
Oppp A58 4G এবং Samsung Galaxy F34 5G ফোন দুটিকে কেবল আলাদা দেখতে সেটা নয়, দুটোর ফিচারের নিরিখে আছে বিস্তর পার্থক্য। কিন্তু 20,000 টাকা রেঞ্জের মধ্যে সেরা কে?
Oppo A58 4G ফোনটি ভারতে একটি মডেলে কেনা যায়। এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 14,999 টাকা। অন্যদিকে Samsung Galaxy F34 5G ফোনটি দুটো স্টোরেজ মডেলে কেনা যায়। এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা এবং 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
দুটো ফোনের উপরই নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডের উপর ছাড় পাবেন। Oppo -এর ফোনটি Flipkart থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Steps to Boost Phones Speed: টানা ব্যবহারে ফোন ভীষণ স্লো হয়ে গিয়েছে? চাঙ্গা করুন এই 5 উপায়ে
Samsung Galaxy F34 5G ফোনটিতে 6.46 ইঞ্চির একটি Full HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর সুবিধা পাবেন। অন্যদিকে Oppo A58 4G ফোনটিতে আছে 6.72 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে যেখানে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে।
Oppo -এর ফোনটি MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে চলে। এখানে Mali G55 MC5 GPU আছে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে Samsung -এর ফোনটি। দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 13 আছে অপারেটিং সিস্টেম হিসেবে।
Samsung Galaxy F34 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখানে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 13 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Oppo A58 4G ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় এখানে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আরও পড়ুন: Honor 90 Series India Launch: ভারতে আসছে অনরের নতুন ফোন, লঞ্চের আগেই জানুন দাম সহ ফিচার
Oppo -এর ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি। অন্যদিকে Samsung -এর ফোনে আছে 6000mah -এর একটি বিপুল বড় ব্যাটারি।
ফলে দুইয়ের তুলনা থেকে স্পষ্ট Oppo A58 4G ফোনটিতে বড় ডিসপ্লে এবং বেশি চার্জিং স্পিড পাবেন অন্যদিকে Samsung -এর ফোনে আছে শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা। তবে এই দুটোর মধ্যে আপনার বাজেটে কোনটা সেরা দেখুন।