Oppo র এই আপকামিং ফোন গুলির বিষয়ে স্পেশাল খবর পাওয়া গেল

Updated on 24-Jan-2019
HIGHLIGHTS

স্মার্টফোন কোম্পানি Oppo র দুটি আপকামিং স্মার্টফোনের বিষয়ে জানিয়েছে, Oppo CPH1969 আর Oppo CPH1909 সম্প্রতি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে আর এই মডেল গুলির একটি সম্ভাব্য লিস্ট করা হয়েছে

বৈশিষ্ট্য

  • ওপ্পো CPH1960 মডেলে মালেশিয়া SIRIM য়ের সার্টিফিকেট পেয়েছে
  • MWC তে সম্প্রতি দুটি ফোনের বিষয়ে জানা যেতে পারে
  • 4G কানেক্টিভিটির সঙ্গে Oppo CPH1969 আসতে পারে

 

Oppo র পরবর্তী দুটি স্মার্টফোনের বিষয়ে সম্প্রতি কিছু জানা গেছে। কোম্পানি নতুন Oppo CPH1969 আর Oppo CPH1909 মডেল লঞ্চ করতে পারে। আপনাদের বলে রাখি যে ওপ্পো এই দুটি ফোন থাইল্যান্ড আর ইন্দোনেশিয়াতে রেগুলেট করে ডেটাবেসে লিস্ট করবে। আর এর পরে এটি বার্সেলোনার MWC 2019 য়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Oppo বলেছে যে অনলাইনে জানা গেছে যে ইন্দোনেশিয়া রেগুলার জানিয়েছে যে Oppo CPH 1969 কে Oppo F11 Pro ব্র্যান্ডিংয়ের সঙ্গে এসেছে। আর আপনাদের বলে রাখি যে থাইল্যান্ডে ইন্দোনিশিয়া রেগুলেটারের ডেটাবেসে এই দুটি ফোন মডেল লঞ্চ করা হয়েছে। Nashville Chatter য়ের রিপোর্ট অনুসারে ওপ্পো র এই দুটি ফোন লঞ্চ হবে। রিপোর্ট সত্যি হলে OPP CPH 1969 মডেল মালেশিয়াতে SIRIM য়ের সার্টিফিকেশান পেয়েছে।

ইন্দোনেশিয়া রেগুলেটার Tingkat Komponen Dalam Negeri (TKDN) য়ের ফোন লিস্টিং থেকে জানা গেছে যে Oppo CPH1909 হ্যান্ডসেটটি 4G সাপোর্ট যুক্ত হতে পারে। আর সেখানে Oppo CPH1969 ফোনটির লিস্টিং থেকে জানা গেছে এই ডিভাইসটি ওয়াই-ফাই 802.11 AC সাপোর্ট, ব্লুটুথ আর 4G কানেক্টিভিটীর সঙ্গে আসতে পারে।

আপনাদের বলে রাখি যে ওপ্পোর এই ইভেন্টের সময়ে 10X হাইব্রিড জুম ক্যামেরা প্রযুক্তি যুক্ত ফোন আসতে পারে। আর এর সঙ্গে ওয়েবসাইটে MySmartPrice য়ের রিপোর্টে দাবি করা হয়েছে যে Oppo CHP1969 থাইল্যান্ডে এনবিটি সি সার্টিফিকেশান এজেন্সির ডেটাবেসে দেখা গেছে আর এটি অনুসারে Oppo CPH1969 কে Oppo F11 Pro আর F সিরিজের ডিভাইস ফটোগ্রাফিতে ফোকাসড হবে।

Connect On :