OPPO India তার আপকামিং ডিভাইস ভারতে নিয়ে আসতে প্রস্তুত। কোম্পানির আপকামিং ফোন Reno12 5G এবং Reno12 Pro 5G হবে যা 12 জুলাই লঞ্চ করা হবে। ওপ্পোর নতুন মডেলগুলিতে কোম্পানি এডভান্স AI ক্ষমতা এবং নতুন স্লিক ডিজাইন দিতে চলেছে। চীনা স্মার্টফোন কোম্পানি তার আপকামিং স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন লঞ্চের আগেই প্রকাশ করে দিয়েছে।
রেনো 12 প্রো ফোনে কর্ণিং গরিল্লা গ্লাস ভিকটাস 2 সহ কোয়াড-মাইক্রো দেওয়া হবে যা ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে। তবে বেস মডেলে গরিলা গ্লাস 7i ব্যবহার করা হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং দুটি ফোন কবে হবে লঞ্চ এবং স্পেসিফিকেশন কী থাকবে।
ওপ্পোর নতুন মডেলগুলি আগামী 12 জুলাই ভারতে লঞ্চ করা হবে। ফোনটি দুপুর 12টায় বাজারে আসবে। নতুন রেনো 12 সিরিজ ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং ওপ্পো ওয়েবসাইট থেকে করা হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M35 5G ভারতে এই দিন হবে লঞ্চ, জেনে নিন তারিখ কবে
ওপ্পো রেনো 12 সিরিজ এর ডিভাইসে হাই-এন্ড ফিচার পাওয়া যাবে এবং 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সাথে নতুন ফোনে 5000mAh ক্ষমতার বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। শুধু তাই নয়, ওপ্পো তার নতুন ডিভাইসে একগুচ্ছ AI ফিচার দেবে বলে নিশ্চিত করেছে। কোম্পানি বেশ কয়েকদিন ধরেই তার স্মার্টফোনে এআই ফিচার নিয়ে কাজ করছে, যা গ্রাহকদের দুর্দান্ত অভিজ্ঞতা অফার করবে।
কোম্পানি জানিয়েছে যে রেনো 12 সিরিজে একগুচ্ছ বিল্ট-ইন AI ফিচার দেওয়া হবে। এই ফিচারগুলির তালিকায় রয়েছে এআই বেস্ট ফেস, এআই ইরেজার 2.0, এআই স্টুডিও, এআই সামরি এবং এআই ক্লিয়ার ফেস মতো ফিচার।
ডিসপ্লে: স্মার্টফোনে 6.7-ইঞ্চির FHD+ Curved ডিসপ্লে দেওয়া হবে। এটি স্ক্রিন AMOLED প্যানেলে তৈরি হবে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: ওপ্পো রেনো 12 এবং রেনো 12 প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর অফার করা যেতে পারে।
ক্যামেরা: দুটি স্মার্টফোনেই কোম্পানি ট্রিপল রিয়ার সেটআপ পাওয়া যাবে। বেস মডেলে 50MP+8MP+2MP ক্যামেরা সেন্সর দেওয়া হবে। রেনো 12 প্রো 5G ফোনে 50MP + 50MP + 8MP ট্রিপল সেন্সর সাপোর্ট করবে। ফ্রন্টে রেনো 12 5G ফোনে 32MP সেলফি ক্যামেরা এবং রেনো 12 প্রো 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা থাকবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওপ্পো রেনো 12 এবং রেনো 12 প্রো 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
দামের কথা বললে, ওপ্পো রেনো 12 5G এবং প্রো মডেল প্রিমিয়াম সেগামেন্টে আনা হবে। আশা করা হচ্ছে যে ওপ্পো রেনো 12 5G ফোনের দাম 30 হাজার টাকা থেকে শুরু হতে পারে। এটি অফারের পর 28,999 টাকায় কেনা যেতে পারে।
সিরিজের বড় মডেলটি 40 হাজার টাকার দামে লঞ্চ হতে পারে। যা অফারের পর 38,999 টাকায় কেনা যেতে পারে।
আরও পড়ুন: Redmi ভারতে লঞ্চ করল নতুন সস্তা ফোন, 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি রয়েছে