OPPO RENO ফোনটি ভারতে 28 মে লঞ্চ হবে

OPPO RENO ফোনটি ভারতে 28 মে লঞ্চ হবে
HIGHLIGHTS

Oppo Reno ফোনটি ভারতে আসছে 28 মে

ফোনটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে

ফোনটি ভারত ছাড়া অন্য অনেক দেশেই এর মধ্যে লঞ্চ হয়ে গেছে

বিগত বেশ কিছু সময় ধরে Oppo র Oppo Reno ফোনটি নিয়ে ইন্টারনেটে একের পর এক খবর এসেছে আর এবার এই ফোনটি মানে Oppo Reno ফোনটি একটি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের সঙ্গে 10x Zoom এডিশানও আস্তে পারে। আর ইউরোপে এই ফোনটি স্ট্যান্ডার্ড এডিশান এর আগে লঞ্চ করা হয়েছে। আর জানা গেছে যে এই ফোনটি ফ্রান্স, নেদারল্যান্ড, ইটালি, স্পেন আর পোল্যান্ডে 10 মে সেল করা হবে।আ র ভারতে এই ফোনটি এখনও লঞ্চ হয়নি। আর ভারতে এই ফোনটি মানে Oppo Reno Standrad Edition য়ের সঙ্গে এই ফোনের 10x Zoom Edition 28 মে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটির লঞ্চের জন্য মিডিয়া ইনভিটেশান আশাও শুরু হয়েছে আর তা থেকে এই ফোনটি যে 28 মে ভারতে আসবে সেই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এই ডিভাইসের বেস ভেরিয়েন্ট 10x জুম ক্যামেরা অফার করে না আর এটি একটি সস্তার চিপসেটের সঙ্গে এসেছে আর এর প্রাথমিক দাম 2,999 yuan (প্রায় 31,000টাকা) রাখা হয়েছে। টপ ভেরিয়েন্টটিতে 10x জুম ক্যামেরার সঙ্গে দেখা গেছে আর এটি স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট যুক্ত। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 3,999 yuan রাখা হয়েছে। আর এই ডিভাইসটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 4,799 yuan (প্রায় 49,470 টাকা) তে পাওয়া যাবে। আর Oppo Reno নেবুলা পার্পাল, এক্সট্রিম নাইট ব্ল্যাক, মিস্ট পাউডার আর ফগ গ্রিন কালারে আসবে।

Oppo Reno Standard Edition য়ের স্পেসিফিকেশান

এই স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেয়া হয়েছে যার টপে কোন নচ নেই আর এই ফোনটি ফুল HD+ রেজিলিউশান আর 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনের স্ট্যান্ডার্ড এডিশানে 710 SoC আছে আর এই ফোনটি 6GB/128GB, 6GB/256GB আর 8GB/256GB ভেরিয়েন্টে কেনা যেতে পারে। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যেতে পারে।

এই স্মার্টফোনে 48MP র প্রাইমারি ক্যামেরা আর 5 মেগাপিক্সলাএর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হতে পারে আর এই ফোনের 48MP র ক্যামেরাটি Sony IMX586 সেন্সার যুক্ত হবে। আর এই ফোনটির ফ্রন্টে 16 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর এই ডিভাইসটি 3700mAh ব্যাটারি যুক্ত আর এটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

OPPO RENO 10X ZOOM EDITION য়ের স্পেসিফিকেশান

10X zoom edition ফোনটিতে 6.65 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এটি HDR10+ কন্টেন্ট সাপোর্ট করবে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট থাকবে, আর এটি 6GB/128GB, 6GB/256GB আর 8GB/256GB ভেরিয়েন্টে আসবে।

আর আমরা যদি ক্যামেরার বিষয়ে বলি তবে এই ডিভাইসের ব্যাকে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হবে আর এতে একটি 48MP র সেন্সার, অন্যটি 8 মেগাপিক্সালের সেন্সার আর তৃতীয়টি 13 মেগাপিক্সালের সেন্সার থাকবে যা 10x lossless জুম প্রজুক্তির সঙ্গে আসবে। আর এই ডিভাসের ফ্রন্টে একটি 16 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হবে।আর এই এডিশানে 4065mAh য়ের ব্যাটারি আছে আর যা VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo