OPPO RENO আজকে ভারতে লঞ্চ হবে, এর দাম, স্পেক্স জানার সঙ্গে দেখুন লাইভ স্ট্রিমিং

Updated on 28-May-2019
HIGHLIGHTS

ভারতে আজকে লঞ্চ হবে Oppo Reno

এই ফোন লঞ্চ দুপুর 1 টার সময়ে শুরু হবে

আজকে ভারতে ওপ্পো তাদের Oppo Reno ফোনটি লঞ্চ করবে আর এই ফোনটি আজকে ভারতে নিউ দিল্লিতে হবে এই ফোনটির লাইভ স্ট্রিমিংও আপনারা দেখতে পারবেব। কোম্পানির Reno সিরিজের মোবাইল চন লঞ্চ করা হয়েছে আর এই ইভেন্টে কোম্পানি Oppo Reno 10X Zoom আর Oppo Reno দুটি ফোনই লঞ্চ করতে পারে। আর এই সিরিজের বৈশিষ্ট্য ভারতের যুবকদের কথা মাথায় রেখে ফোনটি লঞ্চ করা হচ্ছে আর এই ফোনটি অ্যাফোর্ডেবেল দামে লঞ্চ করা হবে। আর এই ফোনটি অল গ্লাস ডিজাইন, নচলেস ডিসপ্লে আর শার্ক ফিন পপ আও ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। আর এছাড়া এই ফোনটিতে আপনারা অন্য আরও অনেক কিছু পাবেন।

Oppo Reno ফোনটি ভারতে লঞ্চ আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর এর এই সিরিজটি আজ দুপুর 1টার সময়ে লঞ্চ করা হবে।

ভারতে Oppo Renoর দাম কি হবে?

চিনে গত মাসে Oppo Reno লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির Oppo Reno 10X Zoom এডিশান মোবাইল ফোনে স্ন্যাপড্র্যাগন 855 আছে। আর এই ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক দাম CNY 3,999 দামে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনের 8GB/256GB ভেরিয়েন্টটি আপনারা CNY 4,799 দামে লঞ্চ করা হয়েছে। আর এর আম্নে এই যে এই ফোনটি ভারতে 40,000-50,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়েছে।

আর আমরা যদি Oppo Reno ফোনটি দেখি তবে এটি একটি মিড রেঞ্জের ফোন এই ফোনে স্ন্যাপড্র্যাগন 710 আছে আর এই ফোনের দাম চিনে CNY 2,999 আর মানে ভারতে এর দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি। তবে ফোনের আসল দামের বিষয়ে আজকে জানা যাবে।

OPPO RENO স্ট্যান্ডার্ড এডিশানের স্পেসিফিকেশান

এই স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর টপে কোন নচ নেই আর এটি ফুল HD+ রেজিলিউশান অফার করে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটির স্ট্যান্ডার্ড এডিশানে স্ন্যাপড্র্যাগন 710 SoC আছে। আর এটি 6GB/128GB, 6GB.256GB আর 8GB/256GB ভেরিয়েন্টে লঞ্চ এসেছে। আর এর সঙ্গে এর স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

স্মার্টফোনটিতে 48MP র প্রাইমারি সেন্সার আর 5MP র সেকেন্ডারি সেন্সার আছে আর এর 48MP সেন্সারটি Sony IMX586 । আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে 3700mAh য়ের ব্যাটারি আছে যা 18w ফাস্ট চার্জ সাপোর্ট করে।

OPPO RENO 10X ZOOM এডিশান স্পেসিফিকেশান

এই 10X zoom edition ফোনে আপনারা 6.65 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন যা HDR10+ কন্টেন্ট সাপোর্ট করে আর এই এডিশানে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট আছে আর যা 6GB/128GB, 6GB/256GBআর 8GB/256GB ভেরিয়েন্ট যুক্ত।

আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর যা 48MP র সেন্সার যুক্ত আর অন্যটি 8MP র আর তৃতীয় ক্যামেরা 13MP র। আর এটি 10X lossless জুম যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 4065mAh য়ের ব্যাটারি আছে যা VOCC3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :