OPPO RENO সিরিজ লঞ্চ হল প্রাথমিক দাম 32,990 টাকা

Updated on 28-May-2019
HIGHLIGHTS

7 জুন ফোনটি বিক্রি করা হবে

ফ্লিপকার্টে কেনা যাবে

প্রাথমিক দাম 32,990 টাকা

Oppo আজকে ভারতে তাদের Oppo Reno সিরিজ লঞ্চ করেছে। আর এই সিরিজে কোম্পানি দুটি স্মার্ট ফোন Oppo Reno আর Oppo Reno 10x Zoom স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। এমনিতে এই ফোন দুটি চিনে লঞ্চ হয়েছে আর এবার আজকে ভারতে এই ফোনদুটি লঞ্চ হয়েছে।

OPPO RENO 10X ZOOM EDITION SPECIFICATION

Oppo Reno 10X zoom edition ফোনটিতে 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা HDR 10+ কন্টেন্ট সাপোর্ট করে আর এর স্ক্রিন টু বডি রেশিও 93.1 শতাংস। আর এই ডিভাইসের ফ্রন্টে কর্নিগ গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি ওশান গ্রিন আর জেট ব্ল্যাক কালারে কেনা যাবে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট থাকবে আর এই ফোনে 6GB/128GB আর 8GB/256GB ভেরিয়েন্ট যুক্ত ফোন।

আমরা যদি ফোনের ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনে একটি 48MP র মেন ক্যামেরা সেন্সার আছে যা IMX586 সেন্সার যুক্ত আর এর অ্যাপার্চার f/1.7 আর সেখানে 8MP র ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আর তৃতীয়টি 13MP র টেলিফটো সেন্সার। ক্যামেরার ক্ষেত্রে কোম্পানি 10X হাইব্রিড জুম প্রযুক্তি দিয়েছে আর এর সঙ্গে এই ফোনে OIS যুক্ত আর আল্ট্রা নাইট মোড 2.0 র মতন ফিচার্স আছে। আর এই ডিভাইসের ফ্রন্টে 16MP র শার্ক পিন সাইজিং ক্যামেরা দেওয়া হয়েছে যা ফোনে নতুন লুক দেয়।

ব্যাটারির ক্ষেত্রে এই ডিভাইসে 4065mAh য়ের ব্যাটারি আছে যা VOCC 3.0 যুক্ত। আর এই ফোনে হাইপার বুস্ট 2.0 আছে যা গেম, অ্যাপ আর সিস্টেম বুস্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনে কালার OS 6.0 আছে।

OPPO RENO র স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এর টপে কোন নচ নেই আর এটি ফুল HD+ রেজিলিউশান আর 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর ফোন। আর এটি স্ন্যাপড্র্যাগন 710 SoC যুক্ত। আর এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর এই ফোনের দাম32,990 টাকা।

স্মার্টফোনটিতে 48MP র প্রাইমারি ক্যামেরা আর 5MP র সেকেন্ডারি ক্যামেরা আছে আর 48MP র ক্যামেরা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র শার্ক পিন সাইং সেলফি ক্যামেরা যুক্ত। আর এই ফোনে 3765mAh ব্যাটারি আছে। আর এই ফোনে VOOC 3.0 ফাস্ট চার্জিং আছে। আর এই ফোনটিতে হাইপার বুস্ট 2.0 আছে আর এই ফোনে গেম অ্যাপ আর সিস্টেম বুস্ট আছে। আর অপারেটিং সিস্টেমে এই ফোনে কালার OS 6.0 দেওয়া হয়েছে।

OPPO RENO আর OPPO RENO 10X ZOOM য়ের দাম

 Oppo Reno 10x Zoom  ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,990 টাকা আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,990 টাকা রাখা হয়েছে। আর এই ফোনটি 7 জুন ফ্লিপকার্টে কেনা যাবে। আর Oppo Reno র প্রাথমিক দাম 32,990 টাকা।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :