OPPO RENO 2F সস্তা হল, এই সব কারনে এই ফোনটি কেনা যায়

OPPO RENO 2F সস্তা হল, এই সব কারনে এই ফোনটি কেনা যায়
HIGHLIGHTS

ফোনের দাম 2000 টাকা কমেছে

আর এবার এই ফোনটি 21,990 টাকায় কেনা যাবে

অ্যামাজন ইন্ডিয়া আর ওপ্পোর অনলাইন স্টোর থেকে কেনা যাবে

ভারতে গত বছর আগস্ট মাসে Oppo Reno 2F ফোনটি লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটি সেই সময়ে 25,990 টাকা দামে লঞ্চ করা হয়। আর এই ফোনের ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এই ফোনে একটি পপ আপ সেলফি ক্যামেরা আছে। ফোনটির দাম নভেম্বরে একবার কমেছে আর এবার আরও একবার এই ফোনের দাম কমেছে আর এবার এই ফোনটি 21,990 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই নতুন দামে ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

Oppo Reno 2F য়ের ডিসপ্লে আর ডিজাইন

Oppo Reno 2F ফোনটি আপনারা দারুন কালারে কিনতে পারবেন। আর Oppo Reno 2F ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে পাবেন যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনের রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আর এই ফোনে 3.5 mm য়ের হেডফোন জ্যাক দেওয়া হবে। আর এই ডিভাইসটি 3D কার্ভড বডির।

ওপ্পো F2 ফোনের পার্ফর্মেন্স

Oppo Reno 2 F ফোনটিতে আপনারা হেলিও P70 চিপসেট পাবেন আর এটি 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজের সঙ্গে পেয়ার করা হয়েছে। আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আছে VOCC ফ্ল্যাশ চার্জ সাপৈর্ট আর এটি 30 মিনিটে 51% পর্যন্ত চার্জ করতে হবে।

Oppo Reno F য়ের ক্যামেরা

এবার যদি আমরা ক্যামেরার দিকটি দেখি তবে Oppo Reno2 F ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা আছে যা 48MP র স্যামসাং GM1 সেন্সার দেবে আর এর সঙ্গে 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেবে। আর এই ফোনে আছে দুটি 2MP র ক্যাম্নেরা। আর এই ফোনের ক্যামেরা সেটআপ 10X ডিজিটাল জুম আর লো ফটোগ্রাফির জন্য আল্ট্রা নাইট মোড 2.0 অফার করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo