আজ প্রথমবার OPPO RENO আর OPPO RENO 10X বিক্রি করা হবে

Updated on 07-Jun-2019
HIGHLIGHTS

আজ থেকে এই ফোনটি প্রথম কেনা যাবে

আজকে অ্যামাজনে দুপুর 12টার সময়ে ফোনটি কেনা যাবে

Oppo Reno ফোনে 48MP র ক্যামেরা আছে

ভারতে সবে ওপ্পো তাদের ফোন Oppo Reno আর Oppo Reno 10X Zoom লঞ্চ করেছে। আর আজকে ভারতে ফোন দুটি প্রথম বারের মতন কেনা যাবে। আজকে দুপুর 12টার সময়ে অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটি কেনা যাবে আর এর সঙ্গে ফোনটি অফলাইন রিটেলেও কেনা যাবে। Oppo Reno ফোনে স্ন্যাপড্র্যাগন 710 র সঙ্গে 48MP র ক্যামেরা আছে আর সেখানে এই ফোনের Oppo Reno 10X জুম এডিশানটি স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে আর এই ফোনটির প্রাথমিক দাম 39,990 টাকা করা হয়েছে। কোম্পানির দুটি ফোনেই শার্ক ফাইন ক্যামেরা আছে।

Oppo Reno আর Oppo Reno 10X জুম এডিশানের স্পেক্স

Oppo Reno 10X Zoom ফোনটি ফুল HD+ ডিসপ্লের আর এর ডিসপ্লে সাইজ 6.65 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনে গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হ্যেছে।আর এই ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 855 আছে। আর এই ফোনে আপনারা সর্বাধিক 8GB র‍্যাম আর 256GB পর্যন্ত স্টোরেজ পাবেন। আর এই ফোনে 4,065mAh য়ের ব্যাটারি আছে। আর ফোনটি VOCC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই বেসড কালার OS 6 য়ে চলে।

ফোনটিতে ট্রিপেল রেয়রা ক্যামেরা আছে। আর এই ফোনে 48MP র Sony IMX586 সেন্সার আছে আর এই ফোনে এর সঙ্গে সেকেন্ডারি সেন্সারে 8MP আর টেলিফটো লেন্সে 13MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনের ফ্রন্টে শারক ফিন পপ আপ ক্যামেরা 16MP র দেওয়া হয়েছে।

আর এবার যদি আমরা এর রেগুলার ভার্সান Oppo Reno ফোনটি দেখি তবে এই ফোনে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যা গন 710 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48MP আর 5MP র সেন্সার পাবেন আর এর সঙ্গে ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে। আর ফোনটিতে 3,765mAH য়ের ব্যাটারি আছে আর এই ফোনটি VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Oppo Reno আর Oppo Reno 10X Zoom এর দাম আর অফার্স

Oppo Reno 10X জুম ফোনটির 8GB/256GB ভেরিয়েন্টের দাম 49,990 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা ওশান গ্রিন আর জেট ব্ল্যাক কালারে পাবেন। আর Oppo Reno ফোনের দাম 32,990 টাকা আর এটি এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম।

এর সঙ্গে জিওর 9,100 টাকার অফার আছে। যা গ্রাহকরা 299 টাকার রিচার্জে পাবেন আর এটি 3GB ডাটা 28 দিনের জন্য দেবে। আর এর সঙ্গে কোম্পানি 5,850 টাকার ক্যাশব্যাক অফার করছে যা 150 টাকার 39 টি ডিস্কাউন্টয় কুপনে মাই জিও অ্যাপে পাওয়া যাবে।

আর এর সঙ্গে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 10% EMI অফার পাওয়া যাবে। আর ক্লিপকার্টের কুপনে একবারের জন্য জেনারেট করা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :