108MP সহ OPPO 5G ফোন কিনুন মাত্র 12 হাজার টাকার দামে, কোথায় পাবেন এই বাম্পার অফার?

Updated on 07-Nov-2023
HIGHLIGHTS

OPPO Reno 8T ফোনটি এই বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল

দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno 8T ফোনটি অফারে 50 শতাংশ এর বেশি ছাড়ে বিক্রি হচ্ছে

দিওয়ালি অফারে এই ফোনটি মাত্র 12,675 টাকায় বিক্রি করা হচ্ছে

আপনি যদি কম দামে একটি প্রিমিয়াম স্মার্টফোন (Premium Smartphone) কেনার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন সুযোগ। OPPO Reno 8T ফোনটি এই বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল।

ওপ্পো স্মার্টফোনে 120Hz ডিসপ্লে, Snapdragon 695 5G চিপসেট এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno 8T ফোনটি অফারে 50 শতাংশ এর বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি এই ফোনটি কিনবেন ভাবছেন, তবে এটাই সুবর্ণ সুযোগ।

আরও পড়ুন: কম খরচে Airtel দিচ্ছে 60GB ডেটা, আনলিমিটেড কলিং সহ 5G সুবিধা! জানুন কোন প্ল্যানে পাবেন এত সুবিধা

OPPO Reno 8T ফোনে বাম্পার ছাড়

ওপ্পো রেনো 8T ফোনটি 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে দিওয়ালি অফারে এই ফোনটি মাত্র 12,675 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মানে ফোনে 67.27 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

OPPO Reno 8T ফোনে বাম্পার ছাড়

এছাড়া গ্রাহকরা IDFC Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি কিনলে 750 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট নিতে পারেন। বলে দি যে ওপ্পো রেনো 8T ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাকের দুটি রঙের বিকল্পে আসে।

আরও পড়ুন: গাড়ি চুরি হওয়ার সমস্যা থেকে বাঁচাবে Jio এর নতুন ডিভাইস, পুরানো গাড়ি হয়ে যাবে একদম ঝকঝকে Smart Car

OPPO Reno 8T ফোনে কী ফিচার রয়েছে

ওপ্পো রেনো 8টি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া।

স্মার্টফোনটি কোয়ালকম Snapdragon 695 5G চিপসেটে কাজ করে।

OPPO Reno 8T ফোনে কী ফিচার রয়েছে

ফোনটি একটি ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে আসে।

ফটোগ্রাফির জন্য ওপ্পো ফোনে 108MP রিয়ার প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ডেপথ ক্যামেরা এবং 2MP জুম সেন্সর পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনে পাওয়ার দিতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 4800mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Upcoming Vivo X100 দাম, জানুন কী থাকবে ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :