18 জুলাই Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro লঞ্চ হচ্ছে
লঞ্চের আগেই এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার প্রকাশ্যে এসেছে
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে লঞ্চ হচ্ছে Oppo Reno 8 সিরিজ। Oppo এর তরফে ঘোষণা করা হয়েছে যে 18 জুলাই অর্থাৎ সোমবার ভারতে লঞ্চ করা হবে এই Oppo Reno 8 সিরিজ। Oppo Reno 8 সিরিজে থাকছে দুটি হ্যান্ডসেট। এই হ্যান্ডসেট দুটি হল Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro। লঞ্চের আগেই এই ফোন দুটির সমস্ত তথ্য এবং স্পেসিফিকেশন লিক হয়ে গেছিল। আবারও লঞ্চের ঠিক প্রাক মুহূর্তে একজন টিপস্টার আভাস দিলেন এই ফোন দুটির দাম কত হতে পারে। কিংবা কী ফিচার থাকছে তারও ইঙ্গিত পাওয়া গেল।
Oppo Reno 8 সিরিজের দাম কেমন হতে পারে?
সুধাংশু অম্ভোরে, একজন টিপস্টার জানিয়েছেন যে Oppo Reno 8 এর তিনটে ভ্যারিয়েন্ট থাকবে। এই তিনটি ভ্যারিয়েন্ট হল 8GB RAM সহ 128 ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং, 12GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। প্রথম ভ্যারিয়েন্টের দাম হতে পারে 29990 টাকা, দ্বিতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম হল 31990 টাকা এবং তৃতীয় ও শেষ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 33990 টাকা। আর Oppo Reno 8 Pro আপাতত একটি ভ্যারিয়েন্টেই আসবে বলে মনে করা হচ্ছে। 12GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। Oppo Reno 8 Pro এর দাম 52990 টাকা হতে পারে।
কী কী স্পেসিফিকেশন থাকবে এই সিরিজে?
Oppo Reno 8 ফোনটিতে থাকতে পারে 90Hzরিফ্রেশ রেট সহ 6.43 ইঞ্চির full HD+ AMOLED ডিসপ্লে। ফোনটি চালিত হবে Dimensity 1300 প্রসেসরের সাহায্যে। আর যতদূর জানা যাচ্ছে ট্রিপল ক্যামেরা থাকবে এই ফোনে। প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের হবে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকবে 4500mAh এর মতো একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিতে থাকবে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা। অন্যদিকে Oppo Reno 8 Pro তে ডিসপ্লে একটু বড় হবে। সেখানে থাকবে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি full HD+ AMOLED ডিসপ্লে। আর এই ফোনটি চলবে Dimensity 8100-Max এর সাহায্যে। সঙ্গে থাকতে পারে মারিসিলিকল X NPU। এতেও ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলেই মনে করা হচ্ছে যার প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের। আর বাকি ক্যামেরা দুটি 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের।